ইডেনের পিচ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। বৃহস্পতিবারের (৩ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে পিচ কেমন আচরণ করে, সেটা দেখার অপেক্ষায় ছিল সকলে। রের মাঠে ঘূর্ণি পিচ চেয়েছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। এদিন ℱঅবশ্য ইডেনের উ🔥ইকেট দেখে সন্তোষ প্রকাশ করেছেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে।
পিচ নিয়ে সন্তুষ্ট রাহানে
এদিন টস হারে কেকেআর। হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে ফিল্ডিং নেন। রাহানে অবশ🌄্য বলে দেন, তিনি টস জিতলে প্রথমে বোলিং-ই নিতেন। তাঁর দাবি, ‘পিচ ভালো। আমি টস জিতলে বোলিংই নিতাম। পিচ থেকে স্পিনাররা সাহায্য পাবে বলে আশা করছি। যারা হোম ম্যাচ খেলছে সেই দলের পক্ষে সহায়ক হয়, এমন পিচই তৈরি করা উচিত।’
আরও পড়ুন: মুক্তꦺ মনে খেলতে দিন… পন্তকে ধমকেছিলেন, এবার LSG কর্ণধারকে একহাত নিলেন ভারতের প্🌄রাক্তনী
ঝোড়ো ব্যাটিংয়ের পর কী বললেন বেঙ্কটেশ?
প্রথম ইনিংসের পর বেঙ্কটেশ আইয়ার বলেছেন, ‘পিচটা ঠিক ইডেনের মতো নয়। বল একটু থমকে ব্যাটে আসছে। তবে এই ধরনের পিচে আগেও খেলেছি। তাই খুব অসুবিধা হয়নি।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আমরা ভাল রান তুলেছি। ২০০ ღরান লড়াই করার মতো। প্রথম দু'টো ম্যাচে রান পাইনি। তাই এ দিন মাঠে নামার পর পিচটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম। তবে অজিঙ্কা রাহানে এবং অংকৃষ রঘুবংশীকে কৃতিত্ব দেব। ওরা শুরুর চাপটা সামলে দিয়েছিল দুর্দান্ত ভাবে।’
আরও পড়ুন: যশস্বীর পথে হাঁটতে চলেছেন সূর্য?মুম্বই ছেড়ে যোগ দেবেন গোয়ায়?শোনা 🀅যাচ্ছে MI-এর আর এক তারকার নাম
হায়দরাবাদের বোলারদের প্রশংসা বেঙ্কির
হায়দরাবাদের বোলারদের প্রশংসা করে বেঙ্কি বলেছেন, ‘ওরা বেশ ভালো বল করেছে। পিচও একটু মন্থর। বলতে পারেন ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। থিতু হওয়ার পর বড় শট খেলার চেষ্টা করেছি।’ পাশাপাশি ঘরোয়া ক্রিকেট নিয়ে বিসিসিআই-এর নতুন নিয়মের প্রশংসা করেছেন কেকেআর তারকা বলেছেন, ‘ভারতীয় বোর্ড এখন ঘরোয়া ক্রিক🌱েট খেলা বাধ্যতামূলক করে দিয়েছে। এটায় আমাদের সকলের উপকার হয়েছে। নতুন নতুন বোলারদের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলি সব সময় চ্যালেঞ্জিং হয়। আমি খেলার সুযোগ কখনও হাত ছাড়া করি না। ক্লাব ক্রিকেট খেলার সুযোগও নষ্ট করতে চাই না কখনও।’
আরও পড়ুন: IPL🧸 2025 মরশুমে RR প্রথম ম্যাচ জেতার পরেই বদল হচ্✱ছে নেতৃত্বে, সরে যেতে হবে রিয়ান পরাগকে
আগ্রাসী ব্যাটিং বেঙ্কটেশের
এদিন ইডেনে ঝড় তোলেন বেঙ্কটেশ আইয়ার। ২৯ বলে ৬০ রান করেন তিনি। ৭টি চার এবং ৩টি ছক্কা হাঁকান। স্ট্রাইক রেট ২০৬.৮৯। তাঁর আগ্রাসী ইনিংস-ই কেকেআর-কে ২০০ রানে পৌঁছে দিতে সাহায্য করে। টস হেরে এদিন প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে নাইটরা। তবে ডেথ ওভারে রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়ারদের আগ্রাসী মেজাজে কারণেই নাইটরা ২০০ রানের গণ্ডি টপকান। পঞ্চম উইকেটে রিঙ্কু এবং বেঙ্কি মিলে ৪৭ বলে ৯১ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েন। বেঙ্কির ৬০ রান ছাড়াও ১টি ছয় এবং ৪টি চারের হাত ধরে ১৭ বলে ৩২ করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। এছাড়া হাফসেঞ্চুরি করেছেন অংকৃষ। তিনি ৩২ বলে ৫০ করে আউট হন। মারেন ২টি ছܫক্কা এবং ৫টি চার। ৪টি ছয় এবং ১টি চারের হাত ধরে ২৭ বলে ৩১ করেছেন কেকেআর অধিনায়ඣক অজিঙ্কা রাহানে।