প্রিয়াঙ্কা রুদ্রাপ্পা
অন্নভাগ্য স্কিম নিয়ে কংগ্রেস- বিজেপি তরজা তুঙ্গে।
কর্ণাটকে সিদ্ধারামাইয়ার নেতৃত্বে কংগ্রেস সরকার আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার অন্ন ভাগ্য স্কিমকে বাদ দিতে চাইছে। রাজ্যকে যাতে চাল বিক্রি করা না হয় সেকারণে কেন্দ্রীয় সরকা💮র নির্দেশ দিয়েছে। দাবি কর্ণাটক সরকারের। তবে এবার তারꦺ জবাব দিল বিজেপি।
এনিয়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, সরকার আগেই পদক্ষেপ নিতে পারত। তারা একে🌸র পর এক মিটিং করেছে। প্র﷽থম ক্যাবিনেট মিটিংয়ের পরে তারা শর্ট টার্ম টেন্ডার ডাকতে পারত। আসলে রাজনৈতিক সদিচ্ছা নেই কংগ্রেসের। এখন ওরা কেন্দ্রকে দোষ দিচ্ছে।
তিনি জানিয়েছেন, সিদ্ধারামাইয়া যদি এই স্ಌকিমকে লাগু করতে চান সেটা তিনি খাদ্য় ও সরবরাহ দফতরের মন্ত্রীকে জানাতে পারতেন। কিছুদিনের জন্য় শিথিলতা চাইতে পারতেন। কিন্তু তারা সেটা করেননি।চাল দেওয়ার কোনও ক্ষমতা নেই এফসিআইয়ের। খালি খাদ্য শস্য়ের স্টক করে এফসিআই। এই ধরণের স্কিম লাগু করার কোনও পরিকল্পনা সিদ্ধারামাইয়ার ছিল না। তিনি শুধু রাজনীতি করতে নেমেছেন। এটার তীব্র নিন্দা আমরা করছি। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি খোলা বাজার থেকে আপনারা চাল কিনুন। এরপর গরীবদের কাছে সেই চাল বিলি করুন। অথবা উপভোক্তাদের অ্য়াকাউন্টে টাকা পৌঁছে দিন। ১ জুলাই থেকে এই উদ্য়োগ নিন।
কিন্তু ঠ✤িক কোন বিষয়কে কেন্দ্র করে এই দ্বন্দ্ব মাথাচাড়া দিল?
রাজ্য সরকার অন্ন ভাগ্য যোজনা সূচনা করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল। এবার ভোটের আগে এই প্রতিশ্রুতি ছিল কংগ্রেসের। এই স্কিমে বিপিএল তালিকাভুক্ত মানুষদের কাছে ও অন্ত্য়োদয় কার্ড যাদের রয়েছে তাদের ১০ কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।💦 তবে স্কিম শুরুর মুখেই জোর ধাক্কা। এফসিআই চিঠি দিয়ে জানি💃য়ে দিয়েছে তারা রাজ্য সরকারকে অতিরিক্ত চাল দিতে পারবে না।
এনিয়ে সিদ্ধারামাইয়ার অভিযোগ, কেন্দ্রীয় স𝐆রকার এই স্কিম যাতে না করা যায় তার চেষ্টা করছে। আসলে ওরা গরিব বিরোধী। কংগ্রেসের স্কিম যাতে লাগু করা না যায় সেকারণে বিজেপি চক্রান্ত করেছে দাবি, সিদ্ধারামাইয়ার।
তিনি দাবি করেছেন, গত ৯ জুন এফসিআইয়ের জেনারেল ম্যানেজারকে চিঠি দেওয়া হয়েছিল। ১২ জুন এফসিআই চাল দিতে তৈরি ছিল। প্রতি কুইন্টালে ৩৪০০ টাকা চেয়েছিল ওরা। এরপর খাদ্য🐎 ও সরবরাহ দফতরের মন্ত্রী চিঠি দিয়ে এফসিআইকে জানালেন ওপেন মার্কেট সেল স্কিমে উত্তর পূর্বের রাজ্য ছাড়া অন𝓰্য কাউকে গম ও চাল দেওয়া যাবে না।