এক দেশ এক রেশন কার্ড। মোদী সরকারের নয়া নীতিতে দেশের যে কোনও স্ꦍথান থেকেই রেশন সংগ্রহ করতে পারবেন কার্ডধারীরা। এর ফলে, সাধারণ মানুষের সুবিধার সঙ্গে সঙ্গে রেশন কার্ড ব্যবহারও বেড়েছে অনেকটাই।
কিন্ত𒁏ু, অনেকেরই অভিযোগ এখনও মেলেনি রেশন কার্ড। কারও কারও আবার দাবি, অনেক দৌড়-ঝাঁপ করে রেশন কার্ড মিলেছে। মোট কথা রেশন কার্ড পাওয়া নিয়🐽ে অনেক বিভ্রান্তি রয়েছে সাধারণ মানুষের মধ্যে।
কিন্তু, 🐬এত চিন্তার কোনও কারণ নেই। আপনার বাড়িতে বসেই আবেদন করতে পারবেন রেশন কার্ডের। আর তা করতে কম্পিউটারেরও প্রয়োজন নেই। স্মার্টফোন থেকেই খুব সহজে রেশন কার্ডের আবেদন করতে পারবেন। প্রতিটি রাজ্য সরকারই এই কারণে একটি আলাদা পোর্টাল তৈরী করেছে। আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন।
তবে তার আগে জানতে হবে, কারা রেশন কার্ডের আবেদন করতে পারবেন:
বলাই বাহুল্য, রেশন কার্ড পেতে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। আর বয়স হতে হবে ১৮ বছর ও তার উর্ধ্বে। তারꦓ থেকে কম বয়সীরা মা-বাবার রেশনকার্ডের মধ্যেইꦅ অন্তর্ভুক্ত থাকে।
কী করে অনলাইনে রেশন কার্ডের আবেদন করবেন?
প্র♏থমেই আপনার রা🤪জ্যের রেশন কার্ড সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে জানুন। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, সেক্ষেত্রে যেতে হবে এই লিঙ্কে : //wbpds.gov.in/PDS/application.html
এবার Apply online for ration card অপশনটিতে 🌃টাচ করুন।
রেশন কার্ডের আবেদন করতে কী কী নথি প্রয়োজন?
আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, হেল্থ কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির আইডিꦍ প্রুফ হিসাবে ব্যবহার করা যেতে পারে।
অ্যাপ্লিকেশন ফি রাজ্য বিশেষেꦰ নির্ভরশীল। অ্যাপ্লিকেশন ভরার পর ফি দিতে হবে। ফি সাধারণত ৫টাকা থেক﷽ে ৪৫ টাকা পর্যন্ত হয়।
ফিল্ড ভেরি🐼ফিকেশনের পর যদি আপনার অ্যাপ্লিকেশান সঠিক বলে বিবেচিত হয়, তবেই আপনার অপেক্ষা শেষ। পেয়ে যাবেন আপনার রেশন কার্ড।