Army Terrorist Gun Fight: কাশ্মীরের কিশতোয়ারে সেনা-জঙ্গি গুলির লড়াই! শহিদ জুনিয়র কমিশনড অফিসার, ৩ জওয়ান আহত
1 মিনিটে পড়ুন Updated: 10 Nov 2024, 10:32 PM ISTকিশতোয়ারের কুন্তয়োরা ও ক🤪েশওয়ানের জঙ্গলে ব্যাপক 🃏তল্লাশি অভিযানে নামে ফোর্স।
কিশতোয়ারের কুন্তয়োরা ও ক🤪েশওয়ানের জঙ্গলে ব্যাপক 🃏তল্লাশি অভিযানে নামে ফোর্স।
ফের রক্তাক্ত উপত্যকা। জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াইয়ের জেরে এক জুনিয়র কমিশনড অফ꧂িসারের মৃত্যু হয়েছে। এছাড়াও ৩ সেনা জওয়ান আহত। ভারতীয় সেনার যে বীর যোদ্ধা জঙ্গিদের সঙ্গে এই যুদ্ধে শহিদ হয়েছেন তি🌳নি নায়েব সুবেদার রাকেশ কুমার।
জানা গিয়েছে, কাশ্মীরের কিশতোয়ারের ভারত রিজ এলাকায় এই গুলির লড়াই হয়েছে। সেনার তরফে নায়েব সুবেদার রাকেশ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। প্রয়াতের পরিবারের পাশে সেনা রয়েছে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ তল্লাশির সময় এই গুলির যুদ্ধ বাধে। জম্মু ও কাশ্মীরের পুলিশ ও যৌথ বাহিনীর কাছে খবর ছিল, যেখানে ভিলেজ ডিফেন্স গার্ডদের গুলিতে বিদ্ধ দেহ মিলেছে, সেখান থেকে কিছুটা দূরেই কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই বার্তা পেতেই তারা এগিয়ে যায়। তখনই জঙ্গিরাও গুলি করতে শুরু করে। চুপ থাকেনি ভারতীয় সেনা। তারাও পাল্টা গুলি চালায়। কিশতোয়ারের কুন্তয়োরা ও কেশওয়ানের জঙ্গলে ব্যাপ🐭ক তল্লাশি অভিযানে নামে ফোর্স। উল্লেখ্য, কিছুদিন আগেই ফরেস্ট ডিফেন্স গার্ডদের অপহরণ করে নিয়ে গিয়ে তাঁদের গুলিবিদ্ধ দেহ ফেলে রেখে যায় জঙ্গিরা। তারপর থেকেই শুরু হয়েছে ত♓ল্লাশি অভিযান।
এদিকে জম্মুর ‘হোয়াইট নাইট কর্পস’ বলছে, সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কিত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত✨্তিতে, নিরাপত্তা বাহিনী কিশতওয়ারের সাধারণ এলাকা ভরত রিজ-এ একটি যৌথ অভিযান শুরু করেছিল। এটি সেই একই দল যারা ২ (দুই) জন নিরীহ গ্রামবাসীকে (গ্রাম প্রতিরক্ষা রক্ষী) অপহরণ করে হত্যা করেছিল। যোগাযোগ স্থাপন করা হয় এবং অগ꧂্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এই দুই ডিফেন্স গার্🌜ডের মৃতদেহ ময়নাতদন্ত করে জানা গিয়েছে, তাঁদের পিছন থেকে গুলি করা হয়েছে। ওই দেহগুলিতে দেখা গিয়েছে, তাঁদের চোখ বাঁধা ছিল, ও পিছন থেকে হাত বাঁধা ছিল।সন্ত্রাসীরা নিরস্ত্র ওই ২ গ্রামবাসীকে হত্যা করার জন্য একটি পিস্তল ব্যবহার করেছিল বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবার তাদের গবাদি পশু চরাতে বন এলাকায় যেতেই ওই ভিলেজ ডিফেন্স গার্ডদের হত্যা করা হয়।