রাতের দিগন্তে লাল আলোর ছটা। অসংখ্য তারার ভিড়ে লাদাখে এমনই অপূর্ব দৃশ্য ধরা পড়ল। লাদাখের সেই অপরূপ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। এমনিতেই লাদাখের প্রাকৃতিক সৌন্দর্যে🧜র প্রেমে ডুবে থাকেন মানুষ। সেই প্রেমটা আরও গভীর করে তুলল শুক্রবার রাতের (ইংরেজি মতে শনিবার)( লাল আলোর ছটা। স্ট্যানজিন নোরলা (@snorl) নামে এক ব্যক্তি এক্সে লাদাখের ছবি পোস্ট করে জানিয়েছেন, লেহের প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত হ্যানলে ডার্ক স্কাই রিজার্ভ থেকে সেই অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। যা লাদাখের মতো জায়গায় বেশ বিরল। উল্কাপাতের বিষয়টি রাতের লাদাখের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এক ঝলক দেখলে মনে হবে যেন এটা স্বপ্নের রাজ্য, যা কোনওদিন বা﷽স্তবে দেখা হবে না।
ইউরোপের আকাশের আলোর রংমিলান্তি
তবে শুধু লাদাখ নয়, শক্তিশালী সৌরঝড়ের প্রভাবে ইউরোপের প্রায় সর্বত্র মেরুজ্যোতি দেখা গিয়েছে। সাধারণত যে জায়গ🗹া থেকে মেরুজ্যোতি দেখা যায় না, সেখানকার আকাশও আলোর ছটায় জ্বলজ্বল করে উঠেছে। অনেকের বক্তব্য, মেরুজ্যোতি দেখার জন্য অনেক তপস্যা করতে হয়। অনেকটা পথ উজিয়ে আইসল্যান্ড, নরওয়ের মতো দেশে গিয়ে দেখতে হয় মেরুজ্যোতি। কিন্তু সৌরঝড়ের প্রভাবে ব্রিটেনের মতো দেඣশ থেকেও মেরুজ্যোতি দেখা গিয়েছে।
আরও পড়ুন: Mosquitoes: আর ১০০ বছর, তার পরে পৃথি𒐪বীতে শুধুই মশা আর মশা! বলছে গবেষণা
ইংল্যান্ড থেকে বাঙালির প্রতিক্রিয়া
ইংল্যান্ড থেকে মেরুজ্যোতি দেখার পরে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন কলকাতার মেয়ে মৌবনী চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি যখন আইসল্যান্ড থেকে ফিরছিলাম, তখন মনে হয়েছিল যে এই রঙিন মহিলার সঙ্গে আর কোনওদিন দেখা হবে না। কিন্তু আমায় আবার সেই অপরূপ মেরুজ্যোতি দেখাল ইংল্যান্ড। এই শুক্রব🎀ারটা আমার জীবনের অন্যতম সেরা শুক্রবার। আকাশটা অসামান্য লাগছিল। আবার শুক্রবারের রাতটা মোহময়ী করে তুলেছিল।’
আরও পড়ুন: Neuralink: রোগীর মস্তিষ্কে স্থাপিত চিপে ত্রুটি, দ্রুত মেরামত করল মাস্ক💞ের কোম্পানি
আমেরিকার আকাশেও দেখা গিয়েছে রংবেরঙের আলোর ছটা
তবে শুধু ইউরোপ নꦬয়, সৌরঝড়ের প্রভাবে আমেরিকার বিভিন্ন প্রান্তের আকাশও রঙিন হয়ে উঠেছে। গোলাপি, সবুজ, বেগুনি রঙের ছটায় উজ্জ্বল হয়ে উঠেছে রাতের আকাশ। সৌরঝড়ের প্রভাবে নিউজিল্যান্ডের আকাশও আলোকিত হয়ে উঠেছে আলোর ছটায়। যে সৌরঝড়কে ২০ বছরের সবথেকে শক্তিশালী সৌরঝড় হিসেবে মনে করছেন বিজ্ঞানীরা।