সামনেই বকরি ইদ। এদিকে করোনাভাইরাসের সঙ্গে লড়ছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে দেশের সমস্ত মসজিদে আগত উপাসনাপ্রার্থীদের জন্য প্রার্🧔থনার সুরক্ষা বিধি বেঁধে দিল সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)। করোনা সুরক্ষা ব্যবস্থা কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে ইউএই। আরব আমিরশাহি প্রশাসন ঘোষণা করেছে যে, ইদের বিশেষ নমাজের জন্য মসজিদ ছাড়াও খোলামেলা জায়গায় (স্থানীয় ভাষায় মুসল্লাহ)-এ বিশেষ প্রার্থনা করতে পারবেন।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জরুরি সংকট ও বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এনসিইএমএ) জানিয়েছে, খুতবা-সহ নমাজের জন্য ১৫ মিনিটের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও মসজিদগুলোতে উপাসনাপ্র🌱ার্থীদের করোনা সুরক্ষা বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। মসজিদগুলি নমাজের ১৫ মিনিট আগেই খুলে দেওয়া হবে। পরে তা ফের বন্ধও করে দেওয়া হবে। কেউই নমাজের পর ঐতিহ্য মতে হাত মেলানো বা আলিঙ্গন করতে পারবেন না। তাছাড়া নমাজের আগে একত্রিত হওয়ার অনুমতি দেওয়া হয়নি।
সামাজিক দূরত্ববিধি মেনে চ🐷লার জন্য নির্দেশিকা সম্বলিত স্টিকার মসজিদের ভিতর ও বাইরের এলাকায় লাগিয়ে দেওয়া হবে। এছাড়াও ১২ বছরের কম বয়সি ও ৬০ বছরের বেশি বয়সিদের ঘরে বসে নামাজ পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত রোগী ও তাঁদের ঘনিষ্ঠদের নমাজে অংশগ্রহণ করা থেকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরশাহি ২০ জুলাই পালন হতে চলেছে ইদ-উল-আধা। ওইদিন মসজিদে নমাজ পড়বেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। চলতি বছরের মে মাসে ইদ-উল-ফিতরে সংযুক্ত আরব আমিরশাহির মসজিদগুলোতে মুসলিমদের বিশেষ নমাজ🦩 পড়ার অনুমতি দেওয়া হয়েছিল। ইউএইর প্রশাসন জানিয়েছে, দেশবাসীরা ইদ-উল-আধার জন্য ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত চার দিন সবেতনে ছুটি পাবে♊ন। পরবর্তী ক্ষেত্রে যদি সপ্তাহান্তে শুক্র ও শনিবার যোগ করে দেওয়া হয়, তাহলে ইউএই’র বাসিন্দারা এই ইদে ৬ দিন ছুটি উপভোগ করতে পারবেন।