Balochistan Train Hijack Latest Update: উদ্ধার শতাধিক যাত্রী, পাক ট্রেন হাইজ্যাক কাণ্ডে প্রাণ গিয়েছে ১৬ বালোচ যোদ্ধার
Updated: 12 Mar 2025, 06:19 AM ISTবালোচিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটনায় ১৬ বালোচ যোদ্ধাকে এখনও পর্যন্ত খতম করা হয়েছে বলে জানাল পাকিস্তানি কর্তৃপক্ষ। এছাড়া এখনও পর্যন্ত ১০৪ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও দাবি করা হয়েছে। এখনও কতজন সেখানে আটক আছে? পরিস্থিতি এখনও পুরোপুরি স্পষ্ট নয়।
পরবর্তী ফটো গ্যালারি