মাত্র ২ টাকার একটা কয়েন। আর সেটা থাকলেই আপনি হতে পারেন প্রায় ৫ লক্ষ টাকার মালিক। না, হেঁয়ালি করছি না। এমনই সুযোগ পেতে পারেন আপনিও। ব্যাপারটা একটু খোলসা করা যাক।আপনার কাছে যদি ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৭ বা ২০০০ সালের তৈরী বিশেষ কিছু কয়েন থাকে, তবে তার ঐতিহাসিক চাহিদা, তাত্পর্য থাকতে পারে। কয়েন সংগ্রাহকদের মধ্যে ধীরে ধীরে বাড়ছে এই বছরের কয়েনের চাহিদা। >> Quikr-এর মতো অনলাইন প্ল্যাটফর্মে এ জাতীয় কয়েন বিক্রি হয়। বিরল এডিশনের ২ টাকার কয়েনের দাম ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে, বিশেষ এডিশনের ক্ষেত্রেই সাধারণত ক্রেতা থাকেন। সাধারণ এডিশন বিক্রি হওয়ার সম্ভাবনা কম। >> এছাড়াও Ebay-এর মতো ওয়েবসাইটে বিক্রি করতে পারেন এ ধরনের পুরনো নোট।>> বিশেষত বিশেষ সংখ্যা, যেমন ৭৮৬, ১২৩ এ জাতীয় নম্বরের নোট হলেও ভাল দাম হাঁকতে পারেন অনলাইনে।>> এখানে সেলার হিসাবে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তারপর স্পষ্ট ছবি আপলোড করতে হবে। সঙ্গে লোকেশনও দিতে হবে। ব্যাস আপনার কাজ এইটুকুই। এরপর আগ্রহী ক্রেতার সঙ্গে দর স্থির করে বিক্রি করতে পারবেন।