মার্চের শুরু থেকেই প্রবল গরম নাজেহাল অবস্থা হয়েছিল। অবশেষে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি কিছুটা স্বস্তি পেয়েছেন বেঙ্গালুরুর বাসিন্দারা। তবে বৃষ্টির পরই বেঙ🍃্গালুরুর রাস্তায় দেখা গেল এক আশ্চর্যজনক ঘটনা।বৃষ্টির পর সেখানকার রাস্তাঘাট ঢেকে গিয়েছে সাদা ফেনায়। এক নজরে দেখে মনে হচ্ছিল যেন, তুষারপাতের ফলে সারা রাস্তা বরফের চাদরে ঢেকে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আর এই অদ্ভুত দৃশ্য দেখে চমকে উঠেছেন বহু মানুষ। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
আরও পড়ুন-Israel: অন্ধকারে গাজার হাসপাতালে হামলা! ইজরায়েলি 🎐বোমায় খতম হামাস প্রধানমন্ত্রী
‘মিলনফিয়েড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কেউ কি জানেন কী হচ্ছে? গরমকালের বৃষ্টিতে আচমকাই বেঙ্গালুরুর রাস্তায় যেন ফোম পার্টি শুরু হয়েছে।’ জানা গিয়েছে, বেঙ্গালুরুর নিমহ্যান্স ডেয়ারি সার্কেলের রাস্তায় এই অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে, সারা রাস্তা সাদা ফেনায় ঢাকা। তার উপর দিয়েই ছুটে চলেছে একের পর এক গাড়ি। সেই রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে এমন দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এক তরুণ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে জানানো হয়ে♐ছে, শন💦িবার প্রবল বৃষ্টি হওয়ার পর বেঙ্গালুরুর কিছু কিছু এলাকায় এমন সাদা ফেনায় ঢেকে গিয়েছে রাস্তা। এক নজরে দেখলে মনে হবে যে, রাস্তায় যেন বরফ পড়ে রয়েছে। বৃষ্টির পর হঠাৎ কেন রাস্তায় এমন দৃশ্য দেখা গেল তা নিয়ে সন্দেহ জাগে নেটিজেনদের একাংশের মনে।
আরও পড়ুন-Israel: অন্ধকারে গাজার হাসপাতালে হামলা! 💎ইজরায়েলি বোমায়ඣ খতম হামাস প্রধানমন্ত্রী
স্বাভাবিক ভাবেই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ এ✃টা নিয়ে রসিকতায় মেতেছেন।একজন যেমন লিখেছেন, ‘মনে হচ্ছে বাড়ি ফেরার পথে কেউ সার্ফ এক্সেল ফেলে দিয়েছে।’ তবে বেঙ্গালুরুর বেশ কয়েক জন বাসিন্দা সেই ভিডিও দেখে জানান যে, দুশ্চিন্তার কোনও কারণ নেই। এমন দৃশ্য বেঙ্গালুরুর রাস্তায় সচরাচর দেখা যায়। আসলে, বেঙ্গালুরুর যে এলাকাগুলিতে রাস্তার ধারে রিঠা গাছ লাগানো রয়েছে, সেখানেই এই ঘটনা ঘটে। তাঁদের মতে, রিঠা গাছের ফুল জলের সঙ্গে মিশে ফেনার মতো একটি তরল সৃষ্টি করে। তা বৃষ্টির জলে ধুয়ে রাস্তায় জমা হয়। তবে এই ফেনা বেশ পিচ্ছিল ধরনের। তাই সতর্কতা অবলম্বন করে সেই রাস্তা দিয়ে গাড়ি চালানো প্রয়োজন।