প্রমোদ গিরিসিকিমে যাওয়া ভারতীয়দের জন্য ইনার লাইন পারমিটের দাবি করছে সিকিমের হামরো সিকিম পার্টি। এই দলের নেতৃত্বে রয়েছেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। কারণ বহিরাগতদের অস্বাভাবিক আগমন ও ভোটারদের অস্বাভাবিক বৃদ্ধির জেরে তিনি এই এই বিশেষ দাবি করছেন।সিকিমের তিনদিকে তিনটি দেশের সীমান্ত। আইএলপি হল রাজ্যের ইস্যু করা ছাড়পত্র। বর্তমানে কেবলমাত্র বিদেশীদের জন্য় এটি বাধ্যতামূলক। হামরো সিকিম পার্টি গ্যাংটকে রবিবার একটি বৈঠক করে। সেখানেই তারা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রকে এব্যাপারে অনুরোধ করা হবে।ওই মিটিংয়ে বিজেপি সহ অন্য়ান্য দলের প্রতিনিধিরাও ছিলেন। বাইচুং বলেন, সিকিমের জনসংখ্যার বিন্য়াস ক্রমেই বাড়ছে। এনিয়ে আমরা উদ্বিগ্ন। ২০১৯ সালে ভোটারদের সংখ্যা দেখা যায় ১৮ শতাংশ বেড়ে গিয়েছে। এটা দেশের মধ্যে সর্বোচ্চ। কিন্তু সিকিমে জন্মহার সবথেকে কম। তিনি বলেন, ILP সিকিমের ভূমিপুত্রদের স্বার্থরক্ষা করবে।তিনি বলেন, বিহার ও বাংলায় ভোটারের হার বৃদ্ধি প্রায় ১১ শতাংশ। কিন্তু সেখানে জন্মহার বৃদ্ধি সিকিমের তুলনায় প্রায় চার বা পাঁচগুণ বেশি।এদিকে সিকিমে একাধিক সংরক্ষিত এলাকা রয়েছে। সেখানে যেতে গেলে নির্দিষ্ট পারমিট লাগে।