গত ১৪ জানুয়ারি মণিপুর থেকে শুরু হয়েছিল কংগ্রেসের ‘ভারত জড়ো ন্যায় যাত্রা।’ অন্তিম লগ্নে চলে এসেছে কংগ্রেসের সেই সফর। আগামী ১৭ মার্চ মুম্বইয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে ন্যায় যাত্রা। আর সেই উদ্দেশ্যে ইন্ডিয়া জোটের শরিকদের এই সমাবেশ অংশ নেওয়ার জন্য আবেদন জানালো কংগ্রেস। দলের♏ সর্বভারতীয় সভাপতি মল্লিౠকার্জুন খড়গে তাঁর ইন্ডিয়া জোটের নেতাদের এই সমাবেশে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
আরও পড়ুনঃ ন্যায় যাত্রায় শ্বশুরবাড়ি মোরাদাবাদে প্রিয়াঙ্কা গান্ধী, দিলেন বিশেষ বাꦡর꧋্তা
লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল ন্যায় যাত্রা। আর সেই লক্ষ্যেই ঐক্য ও শক্তি দেখানোর কংগ্রেসের তরফে এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছ🔯ে বলে মত রাজনৈতিক মহলের। জানা গিয়েছে , গতকাল কংগ্রেসের তরফে বিবৃতি জারি করে ঘোষণা করা হয় যে রাহুল গান্ধীর 'ভারত জোড়া ন্যায় যাত্রা' ১৭ মার্চ মুম্বইয়ে সমাবেশের মাধ্যমে 🅘শেষ হবে। দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি ভেনুগোপাল জানিয়েছেন, লোকসভা নির্বাচনের জন্য দল পুরোদমে প্রস্তুত। কংগ্রেস জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে।
কংগ্রেস নেতা ভেনুগোপাল সাংবাদিক সম্মেলনে বলেন, মহারাষ্ট্রে প্রবেশের আগে ‘ভারত জড়ো ন্যায় যাত্রা’ গুজরাটের ৭টি জেলার মধ্য দিয়ে যাবে। যার মধ্যে প্রধানত দাহোদ, পঞ্চমহল, ছোট উদেপুর, ভরুচ, তাপি, সুরাট এবং নবসারি জেলা রয়েছে। এরপর ১০ মার্চ মহারাষ্ট্𝔍রের নবগামে প্রবেশ করেছে ‘ভারত জড়ো ন্যায় যাত্রা।’🌊