রাজনৈতিক টানাপোড়েনটা🃏 চলছিল। তার মধ্যেই রবিবার পটনায় বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের কনভয়ে হামলার অভিযোগ। কনভয়কে লক্ষ্য করে পাথর বৃষ্টি। এএনআই সূত্রে খবর, পাথরের আঘাতে একাধিক গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। তবে ওই কনভয়ে নীতীশ কুমার ছিলেন না।
পটনার সোহগি এলাকার এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।ꦚ পুলিশ সূত্রে খবর, কয়েকজন অজ্ঞাত পরিচয় লোকজন এই পাথর ছোঁড়ার🥀 ঘটনার সঙ্গে যুক্ত।
লাইভ হিন্দুস্তান সূত্রে খবর, নিখোঁজ হয়ে যাওয়া এক যুবকে꧅র দেহ মিলেছে। এনিয়েই বাসিন্দারা ক্ষুব্ধ ছিলেন। পটনা- গয়া প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা। সেই সময় ওই রাস্তা দিয়ে কনভয়টা ঢুকে যায়। এরপর উত্তেজিত জনতার ক্ষোভ আছড়ে পড়ে কনভয়ের উপর। জনতা গাড়িগুলিকে নিশানা করে ইট ছুঁড়তে শুরু করে। অনেকের হাতে বড় লাঠিও ছিল। সেই লাঠি দিয়েও হামলা চলে। মহিলারাও ছিলেন ওই বিক🎐্ষোভ স্থলে।
এদিকে এই ঘটনার ঘণ্টাখানেক আগেই আরজেডি নেতা তেজস্বী যাদব জা🃏নিয়েছিলেন, ২০২৪ সালে নীতীশ কুমার প্রধানমন্ত্রীর 🍸পদে প্রার্থী হিসাবে যোগ্য। বিরোধীরা যদি মেনে নেন বিষয়টা তবে তিনি এই পদে প্রার্থী হতে পারেন।
কাকতালীয়ভাবে তারপরই এই ভয়াবহ ঘটনা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও বড়꧙ প্রশ্ন উঠে গেল এবার।