অযোধ্যায় রামজন্মভূমিতে নামাজ পাঠ করতে গিয়ে গ্রেফতার হলেন এক যুবক। বিহারের বাসিন্দা মতিউর রহমান নামাজ পড়তে গিয়ে ধরা পড়ে যান বলে পুলিশ জানিয়েছে। তার কাছ থেকে আধার, প্যান কার্ড ও একটি কাঁচি উদ্ধার করা হয়েছে। অযোধ্যার পুলিশ সুপার বিজয় পাল সিং জানিয়েছেন যে মতিউরকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি মানসিক ভাবে বিচলিত বলে পুলিশের অনুমান। বিহারে মতিউরের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা অযোধ্যায় আসছে বলে পুলিশ কর্তা জানান। শনিবার দুপুর দেড়টার সময় অযোধ্যায় মন্দিরের এলাকায় হাজির হন বিহারের সহর্ষের এই বাসিন্দা। দুটি ব্যাগ নিয়ে তিনি প্রবেশ করেন, তবে নিরাপত্তারক্ষীদের কথামতো ব্যাগগুলি জমা দেন তিনি। এরপর আমায়া মন্দিরে প্রবেশ করেন তিনি। এরপর ওই চত্বরে নামাজ পাঠ করতে যান তিনি। তখনই পুলিশ এসে তাঁকে ধরে নিয়ে যায়। পুলিশকে মতিউর জানিয়েছেন যে তিনি প্রথমে দিল্লির লাল কেল্লায় নামাজ পড়তে চেয়েছিলেন। কিন্তু ছাড়পত্র পাননি। তাই রামলালার কাছে নালিশ করতে এসেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন যুবক!