বিহারের ৫ টি গ্রামকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে, যেখানে মানুষ ও মাংসাশী জন্তু একসঙ্গে সহাবসꦗ্থান করবে। ফলে বাঘ ও মানুষের একসঙ্গে থাকাকে কেন্দ্র করে এই বিশেষ গ্রামগুলি গড়ে উঠছে। বিহারের পশ্চিম চম্পারনের বাল্মীকি টাইগার রিজꦰার্ভ সংলগ্ন এলাকায় এমন বিশেষ গ্রাম গড়ে তোলা হচ্ছে। ইউকের একটি চিড়িয়াখানা ও নেপালের একটি সংস্থা একযোগে এই প্রকল্পে অংশ নিচ্ছে।
যাতে মাংসাশী প্রাণির সঙ্গে মানুষের সংঘাতকে মেটানো যায়, সেই দিকে লক্ষ্য রেখেই বিহারের ৫ টি গ্রামকে বেছে নেওয়া হয়েছে এই প্রকল্পে। বাল্মীকি-চিতবন, পরসা এলাকা জুড়ে এই প্রক💙ল্প এগিয়ে যাবে। বিহারের প্রধান ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন জানিয়েছেন এই তথ্য। নেপালের ‘ন্যাশনাল ট্রাস্ট ফৎ নেচার কনজারভেশন’ ও ইউকের 'চেস্টার জু' এই উদ্যোগ নিয়েছে। বিহারের বনবিভাগ ইতিমধ্যেই এই উদ্যোগকে সবুজ সংকেত দিয়েছে বলে জানা গিয়েছে। ফলে এবার এই বিশেষ ৫ টি গ্রামে একসঙ্গে বাঘ ও মাংসাশী 🔜বন্যপ্রাণির সঙ্গে বসবাস করবে মানুষ, তবে কোনও পক্ষেরই মৃত্যুভয় যাতে না থাকে,সেদিকে খেয়াল রাখাই এই প্রকল্পের উদ্যোগ। শুধু তাই নয়, যাতে একটিও অপ্রীতিক কাণ্ড না ঘটে যায়, সেদিকেও খেয়াল রাখার দায়িত্ব রয়েছে এই সংগঠন ও প্রশাসনের। সেদিক থেকে এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।
কুকুরদের 'সুইসাইড বম্বার' হিসাবে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের ছক ছিল রুশ অ💛ফিসারের!