সম্প্রতি ইন্ডিয়া টুডেকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন মহুয়া মৈত্র। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করা বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন সেখানে। গতরাতে আরও একটি চ্যানেলে সাক্ষাৎকার দেন তিনি। টাইমস নাও-কে গতরাতে মহুয়া মৈত্র বলেন, 'হিরানন্দানি আমাকে টাকা দেবে কী, প্রয়োজনে আমি হিরানন্দানিকে টাকা দেব আদানির বিরুদ্ধে কথা বলার জন্য।' এই আবহে ফের একবার মহুয়াকে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগের প্রেক্ষিতে মহুয়র বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সংসদীয় এথিক্স কমিটি। প্রথমে ৩১ অক্টোবর মহুয়াকে তলব করা হয়েছিল। তবে কৃষ্ণনগরের সাংসদ জানান, ৪ নভেম্বর পর্যন্ত তিনি ব্যস্ত। তাই ৫ নভেম্বর বা তার পরে যেন তাঁকে হাজিরা দিতে বলা হয়। এরপর এথিক্স কমিটির তরফে আরও একটি চিঠি পাঠানো হয় মহুয়াকে। ২ নভেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়। এই গোটা বিতর্ক তৃণমূল নীর বথাকলেও এথিক্স কমিটির 'তাড়া' নিয়ে প্রশ্ন তুলেছে দল। আর এবার মহুয়াকে পালটা আক্রমণ শানালেন নিশিকান্ত। (আরও পড়ুন: ꦫ'এথিক্স কমিটির তাড়া কীসের?' মহুয়া নিয়ে অবস্থান বদল তৃণমূলের? মুখ খুললেন কুণাল)