প্রায় ৪৮ বছর বাদে বুধবার লোকসভার স্পিকার পদে ফের নির্বাচন হবে লোকসভায়। এর আগে শেষবার ১৯৭৬ সালে লোকসভার স্পিকার পদে নির্বাচন হয়েছিল। জানা গিয়েছে, শাসকগোষ্ঠীর লোকসভার স্পিকার প্রার্থীকে সমর্থনের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। তবে তাঁদের শর্ত ছিল, 'প্রথা' মেনে ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের ছেড়ে দিতে হবে। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে মোদী ২.০ জমানায় লোকসভায় কোনও ডেপুটি স্পিকার নিযুক্তই হননি। আর এবারও যে কাউকে ডেপুটি স্পিকার করা হবে, বা করা হলে যে সেই পদ বিরোধীদের ছাড়া হবে এমন কোনও ইঙ্গিত দেয়নি বিজেপি। বরং বিজেপি ইতিহাস ঘেঁটে মনে করিয়েছে, নেহেরু এবং ইন্দিরা গান্ধীর জমানায় স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে শাসকদলের সাংসদরাই ছিলেন। এই আবহে কংগ্রেসের তরফ থেকে কে সুরেশকে স্পিকার পদপ্রার্থী হিসেবে প্রার্থী করা হয়। আর তাই আজ লোকসভায় স্পিকার পদের জন্যে নির্বাচন হতে চলেছে। (আরও পড়ুন: সুপ্রিম কোর্ট🌊ে ডিএ মামলা নিয়ে সামনে এল নয়া আপডেট, চিঠ💫িতে করা হল বড় দাবি)
আরও পড়ুন: TMC-র হাত ধরে শুরু পথচলা, পরপর ৬টি হা⛎রের পর অ🐼বশেষে নিজের রাজনীতি ছাড়ছেন ভাইচুং
এই আবহে কংগ্রেসকে তোপ দেগে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বার্তায় লেখেন, 'এটা খুবই লজ্জার যে লোকসভার স্পিকারের মতো একটি নিরপেক্ষ পদের জন্য নির্বাচন চাপিয়ে দিচ্ছে কংগ্রেস। রাহুল গান্ধী দাবি করেছে যে প্রথা অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দলের থেকে হওয়া উচিত। তিনি স্পিকার পদে সরকার পক্ষের প্রার্থীকে সমর্থন করার জন্যে আগে থেকেই শর্ত চাপাচ্ছেন। এই ধরনের শর্ত খুব লজ্জাজনক।' (আরও পড়ুন: স্পিকার নির্বাচন নিয়ে তৃণমূলের মান ভাঙাতে মমতাকে ফোন রাহ🙈ুলের, কথা ২০ ౠমিনিট ধরে)
আরও পড়ুন: সায়ন্তিকাদের শপথ নিয়ে টানাপোড়েন জারি, বৈঠক স্পিকারের▨ ঘরে♛, জট কি খুলবে না?
জওহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন, এম অনন্তসায়ানম আয়ঙ্গার 💖(১৯৫২-৫৬), এবং এস ভি কৃষ্ণমূর্তি রাও (২৯১৬২-৬৭) ডেপুটি স্পিকার ছিলেন। তাঁরা কংগ্রেসের ছিলেন। এর মাঝে অকালি দলের হুকুম সিং (১৯৫৬-১৯৬২) লোকসভায় ডেপুটি স্পিকার হয়েছিꦡলেন। এবং এই সময়কালে লোকসভার স্পিকাররাও কংগ্রেসেরই ছিলেন। এদিকে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন, কংগ্রেসের আর কে খাদিলকার (১৯৬৭-৬৯) ডেপুটি স্পিকার ছিলেন।
আরও পড়ুন: NDA-র কাছে হেরেও স্পিক𝓀ার নির্বাচনে BJP-র ওম বিড়লাকে সমর্থনের সিদ্ধান্ত এই দলের!
এদিকে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট শাসিত রাজ্যগুলির বিধানসভাগুলিতেও বর্তমানে কোনও ডেপুটি স্পিকার বিরোধী দলের নয়। এই তথ্যও তুলে ধরেন বিজেপি নেতা। উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার এবং তাঁরই দলের সহকর্মী আশিস ব্যানার্জি ডেপুটি স্পিকার। তামিলনাড়ুতে ডিএমকে-র এম অ্যাপাভু এবং কে পিচন্ডী যথাক্রমে স🉐্পিকার এবং ডেপুটি স্পিকার। কর্ণাটকে, কংগ্রেসের ইউ টি খাদের ফরিদ স্পিকার এবং আর এম লামানি ডেপুটি স্পিকার। কেরলে এলডিএফ-এর এএন শমসীর (সিপিএম) স্পিকার এবং চিত্তায়ম গোপাকুমার ডেপুটি স্পিকার।🌠 এদিকে তেলঙ্গানা এবং ঝাড়খণ্ডে ডেপুটি স্পিকারের পদটি শূন্য।