ভাষা বিতর্কের জেরে কর্ণাটকে বাস পরিষেবা স্থগিত করে দিল মহারাষ্ট্র। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি বেঙ্গালুরু থেকে মম্বইগামী এক সরকারি বাসের চালককে হেনস্থা করেছিল একদল কট্টর কন্নড়পন্থীরা। এর জেরেই কোলাপুর জেলা থেকে আপাতত কর্ণাটকে বাস পরিষেবা স্থগিত করে দিয়েছে মহারাষ্ট্রের পরিবহণ দফতর। এই বিষয়ে মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ সারনায়েক বলেন, 'মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের' একটি বাস কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় হামলার শিকার হয়েছিল গত ২১ ফেব্রুয়ারি। উল্লেখ্য, সেদিনই আবার ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। (আরও পড়ুন: 🌠বন্দুক হাতে সটান ICU-তে দুষ্কৃতী, 'বন্দি' হাসাপাতাল কর্মীরা, মৃত ২)
আরও পড়ুন: 𝄹মাস্কের ওপর 'চাপ' বাড়ালেন ট্রাম্প, 'মড়িয়া' ইলন উলটে চাপ দিলেন...
ဣএদিকে জানা গিয়েছে, গত ২১ ফেব্রুয়ারির দিন মহারাষ্ট্রের যে সরকারি বাসচালকের ওপর হামলা হয়, তাঁর নাম ভাস্কর যাদব। তাঁর মুখে নাকি আঘাত করে কট্টর কন্নড়পন্থীরা। এর জেরে ভাস্করের মুখে রক্ত জমাট বেঁধেছে। কালসিটে পড়ে গিয়েছে। এদিকে মহারাষ্ট্রের মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, কর্ণাটকের কংগ্রেস সরকার যতক্ষণ না এই ঘটনায় তাদের অবস্থান স্পষ্ট করছে, ততদিন মহারাষ্ট্র থেকে এমএসআরটিসির বাস কর্ণাটকে যাবে না।
💜এদিকে মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের মুখ্য জনসংযোগ আধিকারিক অভিজিত ভোসালে এই ঘটনা প্রসঙ্গে বলেন, 'পরিবহণ মন্ত্রী প্রতাপ সারনায়েকের নির্দেশ অনুযায়ী কোলপুর থেকে কর্ণাটকগামী সব বাস বাতিল করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্যে এই বাস পরিষেবা স্থগিত করা হয়েছে। যাত্রী এবং কর্মী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
♒উল্লেখ্য, এই ভাষা বিতর্কের সূত্রপাত বেলগাভি জেলায়। কর্ণাটকের এই জেলায় উল্লেখযোগ্য সংখ্যায় মারাঠিদের বাস। সম্প্রতি সেখানে এক রাজ্য সরকারি বাসের কন্ডাক্টারকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল। সেই কন্ডাক্টর নাকি মারাঠিতে জবাব দেননি বলেই তাঁকে মারধর করা হয়েছিল। জখম বাস কন্ডাক্টরের নাম মহাদেবাপ্পা মাল্লাপ্পা হুক্কেরি। এদিকে এই ঘটনার জেরে ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছিল। এদিকে সেই কন্নড় বাস কন্ডাক্টরের বিরুদ্ধে আবার পকসো আইনে মামলা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি এক ১৪ বছর বয়সি মারাঠি তরুণীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। এদিকে এই ঘটনা নিয়ে হুক্কেরির বক্তব্য, সেই তরুণী তাঁর বন্ধুর সঙ্গে বাসে চেপেছিল। তখন তিনি সেই তরুণীকে কন্নড়ে কথা বলতে বলেছিলেন। তবে সেই তরুণী তাঁকে পালটা মারাঠিকে কথা বলতে বলেন। এরপর কথা কাটাকাটি হলে তাকে বাসের অনেক যাত্রী মিলে হেনস্থা করে। উল্লেখ্য, বেলগাভি জেলা নিয়ে কর্ণাটক এবং মহারাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বিবাদ। এই জেলাটি মহারাষ্ট্রের অন্তর্গত করার জন্যে বিভিন্ন সময়ে আন্দোলনও হয়েছে।