টাকা পুনরুদ্ধারের জন্য মৃত ব্যক্তির বিরুদ্ধে একটি ব্যাঙ্কের মামলা করায় বেজায় ক্ষুব্ধ হল আদালত। সেই সংক্রান্ত মামলায় আদালত স্পষ্ট জানিয়েছে, টাকা পুনরুদ্ধারের জন্য মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না। একইসঙ্গে ব্যক্তি জীবিত রয়েছেন নাকি মৃত? সে বিষয়টি আগে নিশ্চিত করতে হবে বলে ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে আদালত। এমনকী কীভাবে তা করা য🐬ায় সেই পথও দেখিয়ে দিয়েছে নিশ্চিত হওয়া যাবে সেই পথও দেখিয়ে দিয়েছে আদালত। দিল্লির বাণিজ্যিক আদালত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এই নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: শাহজাহান কি তাজমহল তৈরি কর🍸েননি! ASI–কে বিবেচনা করার নির্দেশ হাইকোর্টের
দিল্লির বাণিজ্যিক আদালতের বিচারক সুরিন্দর এসরাঠি ব্যাঙ🍸্ককে পরামর্শ দেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল দেশের শীর্ষস্থানীয় জাতীয়করণকৃত ব্যাঙ্ক। তাদের উচিত দক্ষতা, পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং নৈতিকতার দিক দিয়ে দেশের ব্যাঙ্কিং শিল্পকে নেতৃত্ব দেওয়া। মালমার বয়ান অনুযায়ী, শিয়া নন্দ নামে এক ব্যক্তি ব্যাঙ্কের কাছ থেকে কয়েক লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন। ওই ব্যক্তি দিল্লির পুরসভার একজন আধিকারিক ছিলেন। বর্তমানে সেই ঋণের পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ১৩.৫ লক্ষ টাকা। তবে ওই ব্যক্তি ২০২১ সালের অগস্ট মাসে মারা গিয়েছিলেন। কিন্তু সেই বিষয়টি জানা ছিল না ব্যাঙ্কের। তাই ব্যাঙ্ক কর্তৃপক্ষ টাকা পুনরুদ্ধার করার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করে। কিন্তু মামলা চলাকালীন বিচারক জানতে পারেন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে দু বছর আগেই। তাতেই ব্যাংকের উপর ক্ষোভ প্রকাশ করেন বিচারক। সেই মামলায় নিজেদের ভুল স্বীকার করে নেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ।