চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৬ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিনের আবেদন খারিজ করে দিলেন। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। উল্লেখ্য, বাংলাদেশের এই হিন্দু নেতাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয় গত ২৫ নভেম্বর। আজ তাঁকে চট্টগ্রাম জেলা আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল। এদিকে জানা গিয়েছে, চিন্ময় প্রভুর হয়ে আজ চট্টগ্রামের জেলা আদলাতে ৫১ জন আইনজীবী সওয়াল করেছেন। (আরও পড়ুন: আরজি করের PM রিপোর্ট নিয়ে ছিল💟 প্রশ্ন, আদালতে কী বললেন ময়নাতদন্তকারী চꩲিকিৎসক?)
আরও পড়ুন: সব মামলা CBI-কে দিলে তাদের ওপর চাপ হয়, তাতে রাজ্যের পুলিশের মনোবল কমে 🌌যাচ্ছে: SC
উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বর্তমানে 'বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের' ব্যানারে আন্দোলন করছে। সেই জোটের মুখপাত্র করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। এদিকে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, ইসকন বাংলাদেশ ইতিমধ্যেই চিন্ময় প্রভুকে বহিষ্কার করেছে। প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুও। সেই সমাবেশেই নাকি তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন। এই অভিযোগেই চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। গত ৩১ অক্টোবর চিন্ময় দাস-সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নেতা। পরে ফিরোজকে বহিষ্কার করে বিএনপি। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা। এরপর তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। (আরও পড়ুন: প্রেসিডღেন্ট হওয়ার আগে বড় স্বস্তি, ট্রাম্পের ๊বিরুদ্ধে মামলা খারিজ মার্কিন আদালতে)