কোভিড সংক্রমণ বিপুল হারে ছড়﷽াতে পারে শিশুরা। মঙ্গলবার এই ম♎ন্তব্য করলেন আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব।
এত দিন পর্যন্♐ত মনে করা হচ্ছিল, করোনাভাইরাস সংক্রমণে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা তুলনায় খুব কম। সমীক্ষায় ধরা পড়ে, ভারতে ১৭ বছর বয়েসের নীচে মাত্র ৮ শতাংশ সংক্রমণের শিকার হয়েছে।
ভার্গব জানিয়েছেন, ৫ বছরের কম বয়েসিদের ক্ষেত্রে এই সংখ্যা এক শতাংশেরও কম। তবে মিজোরামে কোভিড প্রকোপের পরিসংখ্যান নিয়ে প্রশ্নের 💙জবাবে তিনি বলেন, ওই রাজ্যে এ পর্যন্ত ৩১৫টি শিশু আক্রান্ত হয়েছে।
পাশাপাশি, ভারতে Covid-19 আক্রান্ত শিশুদের🔯 মধ্যে এখনও পর্যন্ত কাওয়াসাকি ডিজিজ-এর কোনও লক্ষণ দেখা যায়নি।
সাধারণত পাঁচ বছরের কম বয়েসি শিশুদের মধ্যে এই রোগ দেখা দেয়। এর জেরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হওয়ার ফলে জ্বর, থ্রম্বোসাইটোসিস এবং হার্টের ধমনীতে প্রদাহ দেখা দেয় ও স্নায়বিক বৈকল্য ঘট♔ে।
দেখা গিয়েছে, মহিলার চেয়ে পুরুষ শিশুর মধ্যে কাওয়াসাক♌ি ডিজিজের প্রকোপ বেশি মাত্রায় দেখা দেয়। ভারতের তুলনায় এই💎 রোগের প্রকোপ আমেরিকায় অনেক বেশি বলে জানিয়েছেন ভার্গব।