আধুনিক চিনের পরিচাল♔নার মূল দায়িত্বে কমিউনিস্ট পার্টি। তারাই শাসন ক্ষমতায় রয়েছে। এদিকে ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুসারে বেজিংয়ে কমিউনিস্ট পার্টির তরফে বলা হয়েছে সরকারের প্রতি সমর্থন বোঝাতে কাজ করার সময় কমিউনিস্ট পার্টির ব্যাজ পরার ব্য়াপারে অনুরোধ করা হচ্ছে। Ernst and Young China তে থাকা কমꦺিউনিস্ট পার্টির সদস্যরা এই আবেদন করেছেন।
নিউজ আউটলেটে উল্লেখ করা হয়েছে চিনের বাৎসরিক সংসদীয় মিটিংয়ের আগে ওই কোম্পানির কমিউনিস্ট পার্টির ব্রাঞ্চ কমিটি এই দাবি জানিয়েছে। ২৩ ফেব্রুয়ারি দুজন এই নির্দেশ পেয়েছিলেন। তাঁদের দাবি, EY ইমেল আইডি থেকে এই মেল পাঠানো হয়েছে। চারটি বড় কোম্পানির কর্মচারীদের কাছে এই মেল পাঠানো হয়েছে। এদিকে কোনও কোম্পানিতে পার্টির সদস্য সংখ্যা ৭ এর থেকে বেশি ও ৫০ এর থ🔯েকে কম হলে সেখানে পার্টির শাখা কমিটি খুলতে হয়।
এদিকে গোটা দেশে অন্তত ৯৭ মিলিয়ন কমিউনিস্ট পার্টির সদস্য় রয়েছেন। ফিনান্সিয়াল টাইমসে এমনটাই উল্লেখ করা হয়েছে। আর তার মধ্য়ে সংখ্যাগরিষ্ঠ কর্মী কমিউনিস্ট পার্টির প্রতীব পরে কাজ করব𝄹েন বলে মনে করা হচ্ছে। মূলত দলের ক্ষেত্রে কোনও সংবেদনশীল সময় এলে তখন এই ধরনের আনুগত্য়কে প্রকাশ করার ব্য়াপারে বলা হয়।
পার্টির সংবিধানে উল্লেখ করা রয়েছে, পার্টির ব্যাজ পরার মাধ্য়মে কোনও পার্টির সদস্য দলের প্রতি তাঁদে🌱র আনুগত্য প্রকাশ করেন। পার্টি মেম্বার হিসাবে যাতে তাদের বোঝা যায় সেকারণে এই ধরনের ব্যাজ পরার কথা বলা হয়। এর মাধ্যমে পার্টির প্রতি তাদের আনুগত্য প্রকাশ পায়। এর মাধ্যমে জনমানসে পার্টি আরও শক্তিশালী হয়।
ইওয়াই তাদের নির্দেশিকায় বলা হয়েছে, বাঁদিকে বুকের মাঝখানে এই ব্যাজ পরতে হবে। তবে এটি কলারে পরা যাবে না। তবে অন্য ব্যাজের সঙ্গে এটি পরতে হলে এই পার্টির ব্যাজটিকে সবার উপরে পরতে হবে। এটাই হল কমিউনিস্ট পার্টির ব্যাজ পরার নিয়ম।
এ🔥দিকে কমিউনিস্ট পার্টির ব্যাজ পরার এই নয়া নির্দেশিকাকে ঘিরে মূলত সাধারণ কর্মীদের মধ্যে দলকে আরও জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়।
এই খবরটি ꦓআপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup