ভারতীয় সেনার প্রতি সর্বোচ্চ আ▨স্থা জ্ঞাপন করলেন প্রতিরক্ষামন্ত্꧑রী রাজনাথ সিং। চিনের সঙ্গে ভারতের সীমান্ত এলাকাতেও অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করে ভারতীয় সেনা। এমনটা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
এদিকে পূর্ব লাদাখ সেক্টরে ভারত ও চিনের মধ্যে দ্বন্দ্ব এনিয়ে চতুর্থ বছরে পা দিল। গালওয়ান উপত্যকায় , প্✃য়াংগং, গোগরা, হট স্প্রিং এলাকা থেকে এনিয়ে চারবার সেনা সরানো হয়েছে। তারপরেও ভারত ও চিনের অন্তত ৬০,০০০ ট্রুপ এখনও রয়েছে লাদাখ থিয়েটারে।
এই পর্যন্ত ভারত ও চিনের সেনা ১৭ রাউন্ড আলোচনা করেছে। কিন্তু এখনও পর্যন্ত দাউলেট বেগ ওল্ডি সেক্টরে, ও চারদিং নুল্লাহ জংশনের ডেমচক সে🧸ক্টরে এখনও প𒁃র্যন্ত সমঝোতার নানা পর্যায় চলছে।
আর্মি কমান্ডারদের কনফারেন্সে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, সবথেকে ভালো অস্ত্রের যোগান যাতে থাকে, সাজসরঞ্জাম💦, জামাকাপড় যাতে আমাদের সাহসী বাহিনীর কাছে থাকে সেটা নিশ্চিত করা হয়। যাঁরা সমস্ত প্রতিকূল আবহাওয়ায় লড়ার জন্য় তৈরি রয়েছে।
সেই সঙ্গেই প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, যুদ্ধের জন্য় প্রস্তুতি এটা একটা রোজকার ব্যবস্থা, যে কোনও সময় অপ্রত্যাশিত বিষয়ের মুখোমুখি🌞 হতে পারি।সব সময় আমাদের লড়াকু দক্ষতাকে বজায় রাখতে হবে। সমরাস্ত্🌟রের টেকনোলজিকেও আমাদের বজায় রাখতে হবে।
সেনা পূর্ব লাদাখে অত্যন্ত দ্রুততার সঙ্গে তার পরিকাঠামো বৃদ্ধি করেছে।💎 সেনাদের যাতায়াতের জন্য় নানা সুযোগ সুবিধা তৈরি করেছে। আধুনিক সম��রাস্ত্রে সজ্জিত হয়েছে। যে কোনও পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য় যাতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা করা যায় তা নিয়েও সদা প্রস্তুত ভারতীয় সেনা।
আর্টিলারি গান, ড্রোন সিস্টেমকে প্রতিরক্ষার জন্য় ব্যবহার ক൲রা হয়ে থাকে। দূরপাল্লার রকেট, রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রিত এরিয়াল সিস্ꦬটেম, উচ্চতর ক্ষমতা সম্পন্ন ও সুরক্ষিত যানবাহন।
লেফটেনান্ট জেনারেল অবসরপ্রাপ্ত বিনোদ ভাটিয়া জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যে কোনও চ্যালেঞ্জের মুখোমꦗুখি হতে পুরোপুরি তৈরি ভারতীয় সেনা। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় আমাদের সেনা এমনভাবে মোতায়েন করা রয়েছে যে আমরা ইতিবাচক মনোভাবের সঙ্গে আলোচনার মাধ্যমে যেকোনও সমস্যার সমাধান করতে পারি।
মন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতের যুদ্ধের একটি অংশ হল হাইব্রিড যুদ্ধ। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, কাশ্মীরে সিএপিএফ, পুলিশ ও সেনা কাশ্মীরের সন্ত্রাসবাদকে দমন করতে একযোগে কাজ করছে। কা♑শ্মীরে স্থিতাবস্থা ও শা😼ন্তি বজায় রাখতে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে।