ไ পাকিস্তান ও আইএসএআইয়ের সঙ্গে গৌরব গগৈয়ের স্ত্রী'র যোগ আছে বলে দাবি করেছে বিজেপি। যে অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন লোকসভায় বিরোধীদের উপনেতা তথা অসমের কংগ্রেস সাংসদ। তিনি বলেছেন, ‘আমার স্ত্রী যদি পাকিস্তানের (গুপ্তচর সংস্থা) আইএসআইয়ের এজেন্ট হয়, তাহলে আমি ভারতের র (ভারতীয় গুপ্তচর সংস্থা) এজেন্ট। যে পরিবারের বিরুদ্ধে একগুচ্ছ মামলা এবং অভিযোগ আছে, তারা যদি আমার বিরুদ্ধে এরকম অভিযোগ তোলে, তাতে আমার কোনও আপত্তি নেই। তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ আছে, তা থেকে নজর ঘোরাতে অসমের মুখ্যমন্ত্রী (হিমন্ত বিশ্বশর্মা) এরকম সব দাবি করছেন।’
ভিত্তিহীন প্রচার, দাবি গগৈর
ꦚসেইসঙ্গে কংগ্রেস সাংসদ দাবি করেছেন, বিজেপির হাতে এখন কোনও ইস্যু নেই। তাই এসব ভিত্তিহীন অভিযোগ করছে। গত বছর লোকসভা নির্বাচনের আগেও পরিবারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে এরকম প্রচার চালিয়েছিল বিজেপি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বরং পালটা জোরহাট লোকসভা আসন থেকে তাঁকে জিতিয়েছিলেন মানুষ।
‘জাতীয় সুরক্ষার সঙ্গে উদ্বেগজনক বিষয়’, দাবি বিজেপির
♔আর তিনি সেই মন্তব্য করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়ার বিস্ফোরক অভিযোগের পরে। তিনি অভিযোগ করেন, 'জাতীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। লোকসভায় বিরোধীদের উপনেতা গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কোলবার্নের সঙ্গে পাকিস্তানের প্ল্যানিং কমিশনের উপদেষ্টা আলি তৌকির শেখ এবং আইএসআইয়ের যোগের বিষয়টি সামনে এসেছে।'
ভারতকে দুর্বল করতে এরকম কাজ? রাহুলকে আক্রমণ বিজেপির
෴বিজেপির জাতীয় মুখপাত্র প্রশ্ন তোলেন, গৈগ যে পদে আছেন, তাতে নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য পান। সেই পরিস্থিতিতে তাঁকে লোকসভায় বিরোধীদের উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন গৌরব। সেইসঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়ে রজত প্রশ্ন তোলেন, 'দিনকয়েক আগে রাহুল গান্ধী বলেছিলেন যে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে তাঁর লড়াই। এখন প্রশ্নটা হল, ভারতকে দুর্বল করে দেওয়ার যে পরিকল্পনা আছে রাহুল গান্ধীর, সেটাকে এগিয়ে নিয়ে যেতে কি পাকিস্তানের সঙ্গে সংযোগ রেখেছেন গৌরব গগৈ এবং এলিজাবেথ?'
আরও পড়ুন: 🍰Pak PM Shehbaz Sharif: ভারতের সঙ্গে কাশ্মীর সহ সব সমস্যার সমাধান চায় পাকিস্তান: শেহবাজ শরিফ
💦তারইমধ্যে বিজেপি-শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, ‘আইএসআইয়ের সঙ্গে যোগসূত্রের যে গুরুতর অভিযোগ উঠেছে, সেটার উত্তর দেওয়া উচিত। মগজধোলাই ও উগ্রপন্থায় নিমজ্জিত করার জন্য তরুণ প্রজন্মকে পাকিস্তানের দূতাবাসে নিয়ে যাওয়া এবং গত ১২ বছর ধরে ভারতীয় নাগরিকত্ব নিতে না চাওয়ার ব্যাপারটা (নিয়ে উত্তর দিতে হবে)।’ যে সব অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন অসমের কংগ্রেস সাংসদ।