🍸 প্রেম সপ্তাহে মজেছেন টলি তারকারা। এই যেমন কিস ডে-র দিন ভাইরাল ট্রেন্ডে ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী তৃণা সাহা। যেখানে দেখা গেল যে, অভিনেত্রীর গালে চুমু দিচ্ছেন তাঁর দুই সন্তান। এবার প্রশ্ন উঠতে পারে, নীল ও তৃণা তো নিজেদের কোনো বাচ্চা নেননি, তাহলে এরা কারা?
💎আগে দেখে নিন তৃণার শেয়ার করা সেই রিলটি, যা তিনি কিস ডে উপলক্ষে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে-
🐻আসলে তৃণার গালে চুমু দেওয়া এই ২ খুদে আর কেউ নন, অভিনেত্রী রিল লাইফের সন্তান। স্টর জলসার নতুন ধারাবাহিক পরশুরামে শুধু গৃহিণী নয়, দুই সন্তানের মায়ের ভূমিকায় দেখা দিতে চলেছেন। আর এই দুই খুদের এক ঝলকও ধরা পড়েছিল প্রোমো থেকে।
🌸পরশুরামে কাজ করতে চলেছেন শিশুশিল্পী অভিনব বিশ্বাস ও আয়ুশ্রী মুখোপাধ্যায়। অভিনব-র সোশ্যাল মিডিয়া বায়ো বলছে সে খুব ভালো সাঁতার কাটে। জানেন সাইকেলিং, রোলার স্কেটিং। সঙ্গে ডান্সার, করেন মডেলিং। যুক্ত নান্দিক থিয়াটার গ্রুপের সঙ্গে। সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র।
আরও পড়ুন: 🎐পরিণীতা ধরা-ছোঁয়ার বাইরে, টিআরপি-তে নম্বর বাড়ল মিত্তির বাড়ির, সেরা ৫এ জায়গা হল কথা-ফুলকিদের?
🍌অন্য দিকে, আয়ুশ্রীর বাড়ি বারাসত। এর আগে পঞ্চমী ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে। এছাড়াও এই ছোট বয়সেই বিয়ের ফুল, তুমি আশেপাশে থাকলে, প্রধানে কাজ করে ফেলেছে।
পরশুরামের প্রোমো:
✃বলা ভালো ইতিহাস গড়ার পথে স্টার জলসা। কারণ তারা প্রথখমবার আনতে চলেছে কোনো পুরুষধর্মী সিনেমা। ব্লুজ প্রোডাকশনের এই মেগা সিরিয়ালের নাম ‘পরশুরাম আজকের নায়ক’। সিরিয়ালের নায়ক পরশুরাম পায়ে হাওয়াই চটি, লুঙ্গি পরে হাজির মাছ বাজারে। হাতে ছাতা আর ভর্তি সংসারের জিনিসপত্র। যাকে বলে একদম ছা-পোষা মধ্যবিত্ত বাঙালি। কিন্তু সবাইকে অবাক করে সেই পরশুরামই এক বাইকবাহিনী দেখে, তাদের পিছু ধাওয়া করে সে পৌঁছায় এক গোপন ডেরায়। এরপর লুঙ্গি গুটিয়ে, বন্দুক উঁচিয়ে শুরু হয়ে যায় অ্যাকশন! ড্রাগস লেনদেনের পর্দাফাঁস করে অফিসের বসকে পরশুরাম জানায়, ‘মিশন সাক্সেসফুল স্যার’।
💫তৃণার চরিত্রে কী শেডস থাকবে তা স্পষ্ট নয়। আপাতত দেখা গেল, দুই ছেলে-মেয়েকে সামলাতে অবস্থা জেরবার। মুখ্য চরিত্রে তৃণা সাহা আর ইন্দ্রজিৎ বসু।
মাতৃত্ব প্রসঙ্গে তৃণার জবাব:
🐈কদিন আগে এক সাক্ষাৎকারে পরশুরাম ধারাবাহিকে দুই বাচ্চার মা হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হল তৃণার জবাব ছিল, ‘দাদা (স্নেহাশীষ চক্রবর্তী) আমাকে বলেছিল, অনেকটা ম্যাচিওর একটা চরিত্র। তুই কি করবি? প্রথমে বলেছিলেন, একটা বাচ্চা। তারপর একদিন বললেন, এখন না দুটো বাচ্চা লাগবে। আমি দাদাকে তখন বলেছিলাম যে, বাচ্চাটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে চরিত্র সবথেকে আগে। আমার যদি ঠিক বয়সে বাচ্চা হত, তাহলে এতদিনে আমার তিনটে ছানা পোনা হয়ে যেত।’