মে মাসের ৩০ তারিখ সম্পন্ন হতে চলেছে কেন্দ্রে মোদী সরকারের ৮ বছর। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পর থেকে কেন্দ্রের মসনদে কার্য💧ত মোদী সরকারকে টলাতে পারেনি কংগ্রেস। এদিকে, আসন্ন ৩০ মের আগে কংগ্রেসের তরফে মোদ꧋ী সরকারের শেষ ৮ বছরের খতিয়ান দিয়ে পেশ হল রিপোর্ট কার্ড। যে রিপোর্ট কার্ড ' ৮ সাল, ৮ চাল, বিজেপি সরকার বিফল' নামকরণ করা হয়েছে।
এই রিপোর্ট কার্ডে কংগ্রেস বিজেপির ৮ টি ভুল তুলে ধরেছে। যে ৮ টি দিকে মোদী সরকার বিফল হয়েছে বলে কংগ্রেসের দাবি, তা এই জায়গায় তুলে ধরা হয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা ও অজয় মাকেন এই রিপোর্ট কার্ড তুলে ধরতে গিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই অজয় মাকেন প্রশ্ন তোলেন, 'কিসকে আচ্ছে দিন আয়ে? (কার ভাল সময় এসেছে?)' এরপরই মোদী সরকারকে তোপ দেগে অজয় মাকেন বলেন,' শুধুমাত্র ব্যাঙ্ক জালিয়াতদের ভাল সময় এসেছে, যারা ৫.৩৫ লাখ কোটি টাকা মোদী সরকার থাকাকালীন হাতিয়েছে। যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন ভাল দিন দেখার আশা নিয়ে, তাঁদের কী হবে?' উল্লেখ্য, মোদী সরকারের যে ৮ টি ভুলকে কংগ্রেস তুলে ধরেছে তার মধ্যে মুদ্রস্ফীতি, বেকারত্ব, নিরক্ষরতা, জিডিপি বৃদ্ধির হারে পতনের মতো বিষয় রয়েছে। তালিকায় রয়েছে, সেনা বাহিনীর পেনশন নিয়ে কেন্দ্রের পদক্ষেপ, কৃষক ইস্যুতে মোদী সরকাররে আনা আইনের মতো দিকগুলিও। এছাড়াও তালিকায় জায়গা করে নিয়েছে জাতীয় নিরাপত্তা, সাম্প্রদায়িক বিভেদ ও নিম্নবর্ণ ও উচ্চ বর্ণের ভেদাভেদের মতো বিষয়। 'How to♔ Murder Your Husband'-এর লেখিকা খোদ স্বামী হত্যার দায়ে দোষী সাব্যস্ত!
এদিনের সাংবাদিক সম্মেলনে রণদীপ সুরজেওয়ালা বলেন, 'মোদী সরকার নীরব রয়েছে...তারা দেশকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।' এই বক্তব্যের প্রসঙ্গে তিনি লাদাখে চিনের আগ্রাসনকেও উল্লেখ করেন। সুরজেওয়ালা বলেন, বিজেপির মূল লক্ষ্য হল দেশকে ভেঙে দেওয়া, যাতে দেশের আসল সমস্যাগুলো মানুষ দেখতে না পান। এছাড়াও কংগ্রেসের অভিযোগ গত ৮ বছরে দেশে ১০ হাজারের মতো ছোট বড় দাঙ্গার ঘটনা ঘট𒈔েছে। কংগ্রেসের বক্তব্য এগুলি ছড়াও দেশে জেন্ডার গ্যাপ, সংবাদমাধ্যমের স্বাধীনতা, গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের মতো ক্ষেত্রে ভারতের অবস্থান নিয়েও অভিযোগের স꧋ুর চড়া করে কংগ্রেস।