Covid-19 এ আক্রান্ত হয়ে নিউ জার্সিতে প্রয়াত হলেন বিশ্বখ্যাত ভারতীয় শ্যেফ ফ্ল🌳য়েড কার্ডোস। বয়স বয়েছিল ৫৯ বছর।
🍒বুধবার জনপ্রিয় বম্বে ক্যান্টিন রেস্তোরাঁর কালিনারি ডিরেক্টর ফ্লয়েড কার্ডোসের মৃত্যুসংবাদ জানা গিয়েছে। কিছু দিন আগে করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়ে তিনি হাসপাতালে ভরতি হয়েছিলেন।
কার্ডোজের অসুস্থতার খবর জানিয়💫ে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়েছিল, ‘মিস্টার কার্ডোসকে সম্প্রতি নিফ ইয়র্কের এক হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর নমুনায় Covid-19 এর উপস্থিতি ধরা পড়েছে। সতর্কতা অবলম্বন করতে বিষয়টি মুম্বইয়ের স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হয়েছে। ভারতে তাঁর সাম্প্রতিক সফরে কার্ডোজের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। গত ৮ মার্চ মুম্বই থেকে ফ্র্যাঙ্কফার্ট হয়ে꧃ নিউ ইয়র্কে ফেরেন কার্ডোস।’
অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হওয়ার পরে নিজের ইনস্টা♛গ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে তাঁর শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছিলেন কার্ডোস। তারপরেই তাঁর অবস্থার অবনতি হওয়ায় শ্যেফকে ভেন্ꦐটিলেশনে পাঠানো হয়। এ দিন হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
ফ্লয়েড কার্ডোসের জন্ম মুম্বইতে। বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা শুরু করার পরে তিনি বুঝতে পারেন, রসনাশাস্ত্রের প্রতিই তাঁর আসল আগ্র💟হ। এরপর তিনি ভারত ও সুইৎজারল্যান্ডের একাধিক নামী কালিনারি স্কুলের পাঠ শেষ করে নিউ ইয়র্কে পাকাপাকি থাকতে শুরু করেন।