যতজন সুস্থ হয়েছেন, তার প্রায় দ্ব🦩িগুণ নয়া করোনোভাইরাস আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। তার জেরে ভারতে বেশ খানিকটা পড়ল সুস্থতার হার।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শনিব💮ার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৩৮,▨৭১৬। গত ২৪ ঘণ্টায় ৩৪,৮৮৪ জন আক্রান্ত হয়েছেন। তা দৈনিক আক্রান্তের নিরিখে নয়া রেকর্ড না হলেও টানা তিন দিন সংক্রমিতের সংখ্যা ৩০,০০০-এর গণ্ডি পার করেছে। সবমিলিয়ে ওই তিন দিনে দেশে করোনার কবলে আরও ১০২,৫৩৫ জন পড়েছেন।
পাশাপাশি ওই তিন দিন দেশে করোনায় মৃত্যু ৬০০-র গণ্ডি পার করেছে। শুক্রবার🦄 থেকে শনিবারের মধ্যে ৬৭১ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন। সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬,২৭৩। অর্থাৎ আপাতত ভারতের করোনায় মৃত্যুর হার ২.৫২ শতাংশের মতো।
তবে শনিবার সুস্থতার হার একধাক্কায় ০.৪ শতাংশ কমেছে। শুক্রবার সকাল আটটা পর্যন্ত সুস্থতার হার ছিল ৬৩.৩৩ শতাংশ। পরের ২৪ ঘণ্টায় ১৭,৯৩৩ জন সেরে উঠলেও নয়া আ♛ক্রান্তের সংখ্যাটা দ্বিগুণের কাছাকাছি। তার জেরে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৬২.৯৩ শতাংশ। আপাতত ভারতে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬৫৩,৭৫০, সেখানে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৫৮,৬৯২।