শুক্রবার বিকেল পর্যন্ত ভারতে Covid-19 পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়াল ১৩,৮৩৫। সংক্রমণে নিহতের সংখ্যা আপাতত ৪৫২।তবে কেন্দ্রের মতে কিছুটা হলেও কাবুতে আসছে করোনা। আগে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন দিন দ্বিগুণ হচ্ছিল। এখন সাত দিনে🔯 দ্বিগুণ হচ্ছে এই সংখ্যা।
এক লক্ষ পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরার অনুমতি দিল মহারাষ্ট্র
এক লক্ষ পরিযায়ী শ্রমিককে বাডﷺ়ি ফিরতে দেবে মহারাষ্ট্র। এরা সবাই আখের কারখানায় কাজ করেন। এদের স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরতে দেবে রাজ্য। এই পরীক্ষার খরচ ও যাতায়াতের খরচ সবটাই বহন কর♕বে আখের কারখানার মালিকরা। কয়েকদিন আগেই মুম্বইয়ের বান্দ্রায় বাড়ি যাওয়ার দাবি তুলে ভিড় জমিয়েছিলেন অসংখ্য পরিযায়ী শ্রমিকরা।
তবলিগি কাণ্ডে রোহিঙ্গা ছায়া
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে অনেক রোহিঙ্গা মুসলমান তবলিগি জামাতের সভায় গিয়েছিলে♉ন। শুধু দিল্লির নিজামুদ্দিন মার্কাজ নয় তেলেঙ্গানা সহ অন্যান্য শহরেও এমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহিঙ্গারা। কিন্তু অনেকেই ক্যাম্পে ফেরে নি। তাদের খুঁজে বার করে করোনা টেস্ট করার জন্য রাজ্যদের চিঠি লিখেছে কেন্দ্র।
চিন থেকে আসা PPE-তে খুঁত
চি𝄹ন থেকে পাঠানো প্রায় ৬৩,০০০ পিপিই কিট নিয়ে আপত্তি জানাল স্বাস্থ্য মন্ত্রক। ওই কিটগুলি আন্তর্জাতিক মানের শর্ত পূরণে অক্ষম, দাবি কেন্দ্রের।
গ্রেফতার জামাত সদস্যরা
আইসোলেশন পর্ব মেটার পরে ১৪ জন তবলিঘি জামাত সদ্যকে ভাদোহি এলাকা থেকে গ🔴্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ। তাঁরা সকলেই গত মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে জামাত আয়োজিত ধরꦏ্মীয় সমাবেশে অংশগ্রহণ করেছিলেন
২৪ ঘণ্টায় বাড়ল মৃত্যু
ভারতে করোনা আক্রান্তের🥃 মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩,৮৩৫। এ পর্যন্ত সংক্রমণে🃏 মৃতের সংখ্যা ৪৫২। ওই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
কমেছে আক্রান্ত বাড়ার হার
লকডাউন জারি🌃 করার আগে প্রতি তিন দিন অন্তর দ্বিগুণ হচ্ছিল আক্রান্তের সংখ্যা। কিন্তু লকডাউন আরোপ করার পরে প্রতি ৬.২ দিন অন্তর সেই সংখ্যা দ্বিগুণ হচ্ছে। ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আক্রান্তের সংখ্যা দুই গুণ বেড়ে যাওয়ার হার গড় দ্বিগুণ সংখ্যক রোগীর তুলনায় কম। এই তথ্য জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র লব আগরওয়াল।
অখুশি কংগ্রেস
করোনা সংকটে বিপর্যস্ত ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে রিজার্ভ ব্যাঙ্ককে আরও উদ্যোগী হতে হবে, দাবি কংগ্রেস নেতা অজয় মাকেনের। তিনি জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের নীতি নিয়ে🌊 অসন্তুষ্ট তাঁর দল।
ক্ষুদ্ৎ শিল্প বাঁচবে
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সাংবাদিক বৈঠকের পরে শীর্ষ ব্যাঙ্কের উদ্যোগের প্রশংসা করে টুইট করলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর মতে, এর জেরে আর্থিক জোগানে উন্নতি হবে এবং তা ক্ষুদ্রশিল্পের পক্ষে তা সহায়কꦯ হবে।
আত্মগোপন করেননি জামাত নেতা
আর্থিক প্রতারণা মামলায় অভ🌳িযুক্ত তবলিঘি জা🌃মাত নেতা আত্মগোপন করেননি। শুক্রবার আদালতের শুনানিতে এই দাবি করলেন তাঁর আইনজীবী।
গুজরাতে আক্রান্ত আরও ৯২
গুজরাতে আরও ৯২ জনের মধ্যে করোনা সংক্রমণের হদিশ মিলল। এর জেরে 🍷ওই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০২। তাঁদের মধ্যে ৭৪ জনকে সুস্থ হওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছে। মারা গিয়েছেন ৩৮ জন।
গোয়েলের প্রশংসা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করতে এ দিন রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপের জেরে করোনা পরবর্তী অর্থনীতিতে বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত। শুক্রবার টুইট করে এই বার্তা দিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পী♎যূষ গোয়েল।
রেপো রেট কমিয়ে ৩.৭৫%
রেপো রেটের হার ৪%ꦦ থেকে কমিয়ে৩.৭৫% কর🌼ল রিজার্ভ ব্যাঙ্ক। ঘোষণা করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।
মুদ্রাস্ফীতি রোখায় সাফল্য
গত মার্চ মাসে গ্রাহক মূল্য সূচক (CPI) অনুসারে মুদ্রাস্ফ🃏ীতির হার কমেছে, দাবি আরবিআই গভর্নর শক্তি♌কান্ত দাসের।
২৪ ঘণ্টা নেট ব্যাঙ্কিং
লকডাউনে ♒নেট অথবা মোবাইল ব্যাঙ্কিং-এ কোনও সময়সীমা থাকছে না। স্বাভাবিক থাকছে ব্যাঙ্কিং পরিষেবাও, ঘোষণা আরবিআই গভর্নরের।r
বাড়ছে না ঋণ পরিশোধের মেয়াদ
মেয়াদ বাড়লেও ঋণ পরিশোধের সময়🌠সীဣমা আর বাড়ানো হবে না। এর আগেই এ ক্ষেত্রে ৯০ দিন এনপিএ ছাড় দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। শুক্রবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
তোলা যাবে না ডিভিডেন্ড
করোনা সংকট মোকাবিলায় আপাতত ব্যাঙ্ক থেকে কোনও ডিভিডেন্ড পেমেন্ট করা হবে ন🔯া বলে জানালেন আরবিআই গভর্নর শক্তিকান্ত 🦄দাস।
ঘুরে দাঁড়াবে ভারত
করোনা সংকটের জেরে ধ্বস্ত বিশ্ব অর্থনৈতিক আবহেও 🅘ঘুরে দাঁড়াবে ভারতীয় অর্থনীতি। আর্থিক বৃদ্ধির হার ১.৯% ধরে রাখবে ভারত, আইএমএফ-এর সমীক্ষার ভিত্তিতে ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর শক্তিকান্ত দাসের। এই হার জি-২০ রাষ্ট্রগুলির মধ্যে উচ্চতম, দাবি গভর্🐎নরের।
উহানে ৫০% বাড়ল মৃ্ত্যুহার
করোনা সংক্রমণের আতুরঘর হিসেবে পরিচিত চিনের🤡 উহান শহরে মৃতের সংখ্যা বাড়ল ৫০%। শহরে মোট মারা গিয়েছেন ৩,৮৬৯ রোগী। তবে এরক মধ্যে কয়েকটি মৃত্যু ভুল🦩বশত নথিভুক্ত হয়েছে বলে দাবি প্রশাসনের।
উত্তরাখণ্ডে চালু হচ্ছে শিল্প
লকডাউনে শিল্পক্ষেত্রে বেশ কিছু ছাড় ঘোষণা করল উত্তরাখণ্ড প্রশাসন। আগামী ২০ এপ্র✱িল থেকে রাজ্যে শিল্প বিষয়ক গতিবিধিতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, প্রকাশ্যে মাস্ক ব্যবহার আবশ্যিক করা হয়েছে। মদ ও তামাকজাত পণ্য বন্ধ রাখার জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা।
দুই লাখ কিট কিনছে কর্নাটক
দ্রুত করোনা সংক্রমণ নির্ণ🐼য়ের উদ্দেশে অতিরিক্ত ২ লাখ র্যাপিড টেস্টিং কিট কিনবে বলে জানিয়েছে কর্নাটক সরকার।
দেশে সুস্থ হলেন ১,৭৪৮ রোগী
শুক্রবার সকালে ICMRক প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ভারতে মোট করোনা সংꦏক্রামিতের সংখ্যা ১৩,৩৮৭। এঁদের মধ্যে সক্রিয় সংক্রামিত ১১,২০১ জন। সুস্থ হয়েছেন এ🥃খনও পর্যন্ত ১,৭৪৮ জন। সংক্রমণে মারা গিয়েছেন ৪৩৭ জন।
আমেরিকায় বাড়ল মৃতের সংখ্যা
আমেরিকায় করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড𝄹়াল ৩২,৯১৭। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে জনস হপকিন্স🦹 বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা রিপোর্ট।