সমকামী বিবাহ🌱কে আইনগত স্বীকৃতি দিল ন্যাশানাল ইলেকটোরাল কাউন্সিল অফ কি🌌উবা। নতুন একটি পরিবার আইনের ভিত্তিতে এই সমলিঙ্গের বিবাহকে এবার স্বীকৃতি দেওয়া হচ্ছে।
নাগরিকদের তরফে বিপুলভাবে সমর্থন করা হয়েছে এই নতুন পরিবার আইনকে। সেখানে নারী, শিশু, বয়স্ক মানুষদের অধিকার যেমন সুরক্ষꦡিত থাকবে তেমনি সমকামী বিবাহকেও আইনসিদ্ধ করা হয়েছে।
কমিউনিস্ট শাসিত কিউবাতে নানা ভেদাভেদের অভিযোগ উঠেছে অতীতেও। ১৯৬০ সালে ফিদেল কাস্ত্রোর জমানায় বহু LGBTQকে সরকারি শিবিরে রাখা হত। তবে সিএনএনয়ের রিপোর্ট অনুসারে ফি🌞দেল কাস্ত্রোর মেয়ে মারিয়েলা কিন্তু প্রকাশ্যেই গে, লেসবিয়ানদের পক্ষে সওয়াল করতেন।
তব🌱ে ১৯৭৯ ♈সাল থেকে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে কিউবাতে। তবে অনেকেই অভি�𒐪�যোগ তুলতেন সমকামীদের ভালো চোখে দেখে না সমাজ। এদিকে সমকামীদের বিবাহকে আইনসিদ্ধ করা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলেছে কিউবাতে।
তবে এতদিনে আইনসিদ্ধ করা হল এই বিবাহকে। সেই সঙ্গে চালু হতে চলেছে নতুন পরিবার আইন। এই নতুন পরিবার কোড একদিকে যেমন এই দ্বীপরাষ্ট্রের বিপ্লবের ইতিহাসকে মনে করাবে তেমনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার বার্তাও দেবে। সে🍎 দেশের নাগরিকরা﷽ও এই নতুন ফ্যামিলি কোডকে গ্রহণ করছেন বলে খবর।