আজ (২৬ জুন) কর্মীদের পেনশন স্কিম (EPS)-এর অধীনে উচ্চতর পেনশনের জন্য আবেদন করার শেষ দিন। ফলে EPF সদস্যরা যদি এদিনের সময়সীমা মিস করেন, সেক্ষেত্রে তাঁরা উচ্চতর পেনশনের জন্য আবেদন করার সুযোগ হারিয়ে ফেলবেন। আরও পড়ুন: বিনামূল্যে আধারে বদল থেকে বেশি EPS 🐲পেনশন পাওয়ার প্রক্রিয়া, জুনেই করতে হবে এই কাজ
)।
৩) ইপিএফও অফিসারের তরফে জমা দেওয়ার প🌼র সংশ্লিষ্ট কোম্♑পানি যাচাই করে দেখবে।
৪) যদি সব তথ্য সঠিক থাকে, তাহলে যাবতীয় বকেয়া হিসাব করা হবে। বকেয়া প্রদানের জন্য একটি নির্দেশꦗিকা জারি ক🔴রা হবে।
৫) যদি তথ্যের ক্ষেত্রে কোনও গরমিল থাকে, তাহলে তা সংশ্লিষ্ট সংস্থা এবং কর্মচারীকে জানিয়ে দেবে ইপিএফও। সেই তথ্যের গরমিল শুধরে নেওয়ার জন্য এক মাস দেওয়া হবে। আরও পড়ুন: 'দেশে কী চলছে?' ভারতে ফিরে নড্ডার কাছে হালᩚᩚᩚᩚᩚᩚᩚᩚཧᩚ𒀱ᩚᩚᩚ-হকিকত জানতে চাইলেন মোদী
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )