প্রতি বছরের মতো চলতি বছরেও লন্ডন💮ের ট্রাফালগার স্কোয়ারে দিওয়ালি উদযাপন হতে চলেছে। প্রবাসী ভারতীয়দের যোগদানে এই এলাকা দিওয়ালি উদযাপন ঘিরে প্রতি ব♈ছরই বর্ণাঢ্য অনুষ্ঠানের সাক্ষী হয়। আগামী ২৭ অক্টোবর রবিবার রয়েছে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সকলকে আহ্বান জানিয়ে লন্ডনের মেয়র সাদিক খান একটি বার্তা দেন। সেই ভিডিয়ো পোস্ট করেন লন্ডননিবাসী এক ইনফ্লুয়েন্সার দম্পতি। তাঁদের সেই ভিডিয়ো পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় ধেয়ে এল বিদ্বেষের ঝড়।
যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে, সেখানে লেখা রয়েছে, ‘ ২৭ অক্টোবর , ২০২৪ আপনারা কি যোগ দিতে চলেছেন সবচেয়ে বড় দিওয়ালি উৎসব লন্ডনের ট্রাফলগার স্কোয়ারে?’ ভিডিয়োতে একটি লাইনে লেখা রয়েছে, ‘দিওয়ালি এভাবেই পালন করা হয় লন্ডনে।’ সেখানে দেখা যাচ্ছে দিওয়ালির বর্ণাঢ্য আয়োজন। গত বছরের উৎসবের ভিডিয়ো সেখানে পোস্ট রয়েছে। নাচে গানে মানুষ মেতে উঠেছেন উৎসবে। সবচেয়ে বড় বিষয়, ভিন দেশের মাট♔িতে দে🌠শের রঙিন পোশাক পরে উৎসবে মেতে ওঠেন মানুষ। সেই ভিডিয়োতে সাদিক খানকে বলতে শোনা যায়,'আমার পরিবারের তরফ থেকে আপনার পরিবারকে হ্যাপি দিওয়ালি।' এই অনুষ্ঠানের দরজা সকলের জন্য খোলা। আর তা রবিবার ২৭ অক্টোবর দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে।
এদিকে, এমন এক ভিডিয়োয় একের পর এক বিদ্বেষমূলক মন্তব্য দেখা যায়। অনেকেই লেখেন,'গো ব্যাক টু ইন্ডিয়া'। আবার অনেকে লেখেন, ‘কী ভাগ্যবান, যদি ♈সমস্যা তৈরি হয়, সেই কারণে ইংরেজদের এমন কিছু উদযাপন করতে অনুমতি দেওয়া হয় না।’ আরেকজন লেখেন, ‘আমি ভাবলাম এটা🐻 ভারতে।’ সোশ্যাল মিডিয়ায় আরও একজন লেখেন, ‘আমরা আমাদের দেশে এমন কিছু চাই না।’
উল্লেখ্য, লন্ডনে ‘দিওয়ালি ইন লন্ডন (DiL)’ কমিটি, লন্ডনের মেয়রের সঙ্গে মিলে এই আয়োজন করে থাকে। এছাড়াও প্রবাসে🍷 ভারতের একাধিক সংগঠন মিলে এই আয়োজন করে। এবার সেই আয়োজনের আগেই এমন বার্তা আসতে থাকায় বেশ কিছুটা চাঞ্চল্য তৈরি হয়েছে। গোটা বিষয় নিয়ে উঠছে নানান প্রশ্ন।
প্রসঙ্গত, আগামী ৩১ অক্টোবর রয়েছে কালীপুজো ও দিওয়ালি। তার আগের দিন বাংলার ঘরে ঘরে ১৪ প𝄹্রদীপ, ১৪ শাক খেয়ে দিন পালনের রীতি রয়েছে। তার আগের দিন রয়েছে ধনতেরাস।