বিহারের পূর্ব চম্পারণ জেলার চিকিৎসকরা এক যুবকের পেট থেকে চাবির আংটি, ছোট ꩲছুরি ও নোখ কাট🐟ার যন্ত্র সহ বেশ কিছু ধাতব বস্তু বের করেছেন।
২২ বছর বয়সি ওই যুবককে কয়েকদিন আগে জেলা সদর মোতিহারির এ🐈কটি 🦩বেসরকারি হাসপাতালে নিয়ে আসে তার পরিবার।
রবিবার অস্ত্রোপচার করে বস্তুগুলো বের করা হয়।
অস্ত্রোপচারকারী💃 চিকিৎসকদের দলের প্রধান ডাঃ অমিত কুমার বলেন, ওই যুবকের মানসিক চিকিৎসা চলছিল। এক্স-রে রিপোর্টে তার পেটে ধাতব বস্তুর উপস্থিতি পাওয়া যায়।
প্রাথমিকভাবে অস্ত্রোপ🐠চারের সময় একটি চাবির রিং বের 🔯করে আনা হয়।
পরে ত𓆏ার পেট থেকে দুটি চাবি, একটি চার ইঞ্চি লম্বা ছুরি ও দুটি নেল কাটার যন্ত্র বের করা হয়। ওই চিকিৎসক জানিয়েছেন, আমরা ওই যুবককে জিজ্ঞেস করলে সে জানায়, সম্প্রতি সে ধাতব বস্তু গিলতে শুরু করেছে। এখন ওই যুবক সুস্থ আছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে।
ওই যুবকের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কিছু 𒁃সমস্যা রয়েছে, যার জন্য তিনি ওষুধ খাচ্ছেন।
শিগগিরই রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া ♏হবে বলেও জানান তিনি। তবে পেটের ভেতর থেকে ওই ধাতব বস্তুগুলি বের করার পরে কিছুটা হলেও সুস্থ বোধ করছেন তিনি।