পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমেই বাড়ছে বাংলাদেশের। ইতিমধ্য়েই খবর এসেছিল যে পাকিস্তানের জাহাজ নোঙর করেছে বাংলাদেশের বন্দরে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজা খুলে দেওয়া হল পাকিস্তানের পড়ুয়াদের জন্য। একেবারে অবারিত দ্বার। কার্যত অন্তর্বর্তী সরকারের ১০০দিনেই ইঙ্গিত এসেছিল নতুন বাংলাদেশ এবার তাদের বন্ধুও নতুন করে তৈর🏅ি করছে। আর এবার সেই তালিকায় যুক্ত হল পাকিস্তান।
এবার ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতে পারবেন পাক পড়ুয়ারা। দরজা খোল🥀া হল। তবে ২০১৫ সালে জরুর꧒ী সিন্ডিকেট সভা করে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এবার দেখা গেল একেবারে অবারিত দ্বার করে দেওয়া হল। গত ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত সিন্ডিকেট সভা করেছিল। তারপরই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
এবার পাকিস্তান থেকে পড়ুয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতে পারবে। আবার ঢাকা থেকে পড়ুয়ারা পড়তে যেতে পারবে পাকিস্তানে। একেবারে বিনিময় প্রথা। তবে ১৯৭১ এর স্মৃতি ভুলে গিয়ে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিল তা নিয়ে প্রশ্নটা থেকে♚ই গিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সায়মা হক বিদিশা বলেন, একটা সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল। আমাদের যেহেতু এটা অ্য়াকাডেমিক প্রতিষ্ঠান। ফলে অনেকে স্কলারশিপ নিয়ে বা কনফারেন্সে যোগ দিতে যেতে চায়। সেই বিষয়টি বিবেচনা করে সভায় আলোচনা করে সম্পর্ক স্ব♚াভাবিক করার সিদ্ধান্ত নিয়েছি।