ভুলবশত এক ভারতীয় নাগরিকের ব্যাঙ্ক অ্যাকা🌳উন্টে ঢুকেছিল ১ কোটি ২৮ লক্ষ টাকা। কিন্তু, সেই টাকা ফেরত না পাঠিয়ে খরচ করে ফেলেন ওই নাগরিক। সেই অপরাধে দুবাইয়ের একটি আদালত ওই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিল। আর সেই সঙ্গে ১ কোটি ২৮ লক্ষ টাকা জরিমানা করল দুবাইয়ের ওই আদালত।
দ্যা ꧙ন্যাশনাল পত্রিকায় প্রক⭕াশিত খবর অনুযায়ী, ২০২১ সালের অক্টোবরে একটি মেডিক্যাল ট্রেডিং কোম্পানি ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুলবশত এই পরিমাণ টাকা পাঠিয়েছিল। এরপর ওই কোম্পানির তরফে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়। সেই টা𝓀কা তারা ভারতীয় ওই নাগরিককে ফেরত পাঠাতে বলেন। কিন্তু, তা না করে সেই টাকা তিনি খরচ করে ফেলেন। অভিযুক্ত ব্যক্তি জানান, ‘একটি কোম্পানি আমাকে টাকা ফেরত দিতে বলেছিল। কিন্তু, আমি দিইনি। কারণ আমি নিশ্চিত ছিলাম না যে ওই টাকা সেই কোম্পানির কিꦜনা। আমি ওই টাকা দিয়ে আমার ভাড়া এবং ঋণ পরিশোধ করেছি।’
যদিও, প্রতিবেদনে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে কোম্পানিটি যোগাযোগ করেছিল🗹। তবে তিনি টাকা ফেরত দেওয়ার বিষয়ে উদ্যোগী হননি। এরপর সংস্থাটি দুবাইয়ের আল রাফা থানায় অভিযোগ জানান। যদিও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে ওই ব্যক্তি উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।