কনিষ্ক সিংহারিয়াবিজেপি সাংসদ বরুণ গান্ধী মঙ্গলবার একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে এক ছাত্রী ফুঁপিয়ে কাঁদছে। বলা হচ্ছে ওই ছাত্রী উত্তরপ্রদেশের উন্নাওয়ের একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করে। কিন্তু তার অভিভাবকরা সঠিক সময়ে স্কুলের ফি জমা দিতে পারেননি। আর তার জেরে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। সেকারণেই ফুঁপিয়ে কাঁদছে সে।এনিয়ে পিলভিটের এমপি বরুণ গান্ধী টুইট করে লিখেছেন, এই কন্য়ার কান্না লাখ লাখ ছেলে মেয়ের যন্ত্রণারই প্রকাশ। ফি দিতে না পারার জন্য় তাদের অপমানে মুখে পড়তে হয়। প্রতি জেলার জনপ্রতিনিধি ও আধিকারিকদের এটা নিশ্চিত করা দরকার যে অর্থনৈতিক সমস্যার জন্য় যেন কারোর পড়াশোনায় বাধা হয়ে না দাঁড়ায়।এর সঙ্গেই তিনি বেসরকারি ইনস্টিটিউটগুলিকে আবেদন করেছেন, মানবিকতাকে ভুলে যাবেন না। শিক্ষা কোনও ব্যবসা নয়। উন্নাওয়ের কাছে একটি প্রত্যন্ত গ্রামে দেখা যাচ্ছে স্কুল গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে ওই ছাত্রী। সোমবারের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি তাকে। ষষ্ঠ শ্রেণির ছাত্রী অপূর্ব সিং জানিয়েছে, আমি স্কুলকে বললাম পাপা কাল ফিজ দিয়ে দেবে। কিন্তু আমাকে জোর করে বের করে দিল।এনডিটিভির রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে, এই ঘটনার জেরে স্কুলের বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ জানায়। কার্যত চাপে পড়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, যে পরীক্ষাটা ওই ছাত্রী মিস করেছে সেটা আবার নেওয়া হবে।