একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ২৮ জনের আহত হওয়ার ও ৮ জনের মৃত্যুর খবর উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হুবলিতে। পুনে-বেঙ্গালুরু ন্য়াশনাল হাইওয়েতে এই ঘটনা ঘটে গিয়েছে। মঙ্গলবারের এই ঘটনায় সেখানেই মৃত্যু হয়েছে ৬ জনের। ২ জন ঘটনাস্থলেই মারা গিয়েছ𓆉েন। বাকিদের হাসপাতালে পাঠানো হয়।
হুবলি ও ধারওয়াডের পুলিশ কমিশনার জানিয়েছেন, এই দুর্ঘটনা ঘটেছে রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে। যে বাসটি দুর্ঘটনা ঘটিয়েছে সেটি কোলাপুর থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। ওই বাসে থাকা ২৮ জন আহতদের মধ্যে বেশিরভাগই কোলাপুরের বাসিন্দা। কর্ণাটক ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়ান্সে তাঁদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে আহতদের মধ্যে কেউই আর গুরুতর অবস্থায় নেই। সকলেই বিপন্মুক্ত। তবে ঘটনাস্থলে যাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা সকলেই মৃত। পুলিশ জানিয়েছে বাসের চালক ও ট্রাকের চালক দুজনেই মৃত। পুলিশ জানিয়েছে রাতের অন্ধকারে ট্র্যাক্টরকে ওভারটেক করতে গিয়েই এই ঘটনা ঘটেছে। এক কামড়েই আ💖রাম! আম আর স্ট্রবেরি ফ্রিজে পড়ে থাকলে ঝটপট বানান এই আইসক্রিম