এবারের মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন ধনকুবের ইলন মাস্ক। এদিকে ট্রাম্পের কট্টর সমথক বিবেক রামাস্বামীও অনেক খেটেছেন ভোটের মরশুমে। এই আবহে এই দুই ব্যক্তিকে ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছিল। আর সেই জল্পনা সত্যি করে বড় ঘোষণা করলেন ট্রাম্প। একটি বিবৃতি জারি করে ট্রাম্প জানান, তাঁর প্রশাসনে 'ডিপাটমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি'র প্রধান হবেন মাস্ক। সেই দফতরেই ট্রাম্পের সঙ্গে কাজ করবেন বিবেক রামাস্বামী। (আরও পড়ুন: 'প💃ারমাণবিক শক্তিধর...', ভারতকে নিয়ে কী ভাবেন 'ট্রাম্পের NSA' মাই🌺ক ওয়াল্টজ?)
আরও পড়ুন: LAC🥂 চুক্তির পর লাদাখে প্রথম দফায় টহল ভারত-চিনের, কীভাবে এড়ানো হচ্ছে সংঘাত?
একদা ডেমোক্র্যাট ইলন মাস্ক এই নির্বাচনে রিপাবলিকানদের হয়েই প্রচার করেছেন। এমনকী ট্রাম্পের জন্যে জলের মতো টাকাও ঢেলেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি। এই পরিস্থিতিতে ট্রাম্প যে মাস্ককে গুরুত্বপূর্ণ পদ দেবেন, তা এক প্রকার নিশ্চিত ছিল। ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রশাসনের 'ডিপাটমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি'র কাজ হবে আমলাতন্ত্রের অবসান ঘটিয়ে, বিধিনিয়মের নাগপাশ কাটিয়ে, অযথা খরচ কমিয়ে, যুক্তরাষ্ট্রীয় সংস্থাগুলির পুনর্নিমাণ করা। মাস্ক এবং বিবেককে নিয়ে ট্রাম্প নিজের বিবৃতিতে বলেন, 'আমেরিকার নাগরিকদের জীবনকে উন্নততর করে তুলতে ওঁরা যুক্তরাষ্ট্রীয় আমলাতন্ত্রে কী পরিবর্তন আনেন, তা দেখার জন্যে ꧑মুখিয়ে আছি আমি। একসঙ্গে মাস্ক এবং বিবেক আমেরিকার সরকারকে আবর্জনা মুক্ত করতে পারেন, জালিয়াতি মুক্ত করতে পারেন।' ট্রাম্প জানিয়েছেন, ট্রাম্প এবং বিবেকের এই দফতর বাইরে থেকে সরকারকে উপদেশ দেবে।