আগামী অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমতে চলেছে। জানা গিয়েছে, সদস্যদের জন্য ১৫-২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইপিএফও।চলতি জানুয়ারি মাসের শেষেই ২০১৯-২০ অর্থবর্ষের জন্য প্রভিডেন্ট ফান্ডের নতুন সুদের হার ঘোষণা করতে চলেছে ইপিএফ। কিছু দিন আগে ২০১৮-১৯ অর্থবর্ষে সদস্যদের প্রাপ্য সুদের হার বাড়িয়ে ৮.৬৫% করে ইপিএফও। সেই প্রস্তাবে অর্থ মন্ত্রকের সায় পেতে লেগে যায় ৭ মাস।এর আগে আর্থিক মন্দার জেরে সরকারি বন্ড ও ফিক্সড ডিপোজিটের সুদের হারও কমেছে। তার প্রভাবই দেখা দিতে চলেছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড ও সরকারি প্রভিডেন্ট ফান্ডের সুদের হারে।এ ছাড়া বাজারে সুদের হারে ১০০ বেসিস পয়েন্ট পতনের জেরেও ৫০-৭০ ইপিএফ বেসিস পয়েন্ট কমার আশঙ্কা দেখা দিয়েছে। বাজারের যা পরিস্থিতি, তাতে সদস্যদের আগামী অর্থবর্ষে ৮.৬৫% সুদ দেওয়ার সম্ভাবনা নেই ইপিএফও-এর।তার উপর ঋণ খাতে ৮৫% এবে শেয়ারবাজারে ১৫% লগে্নি করার সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট বেকায়দায় পড়েছে সংস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘এই কারণে, আগামী অর্থবর্ষে ইপিএফ-এর সুদের হারে ১৫-২৫ বেসিস পয়েন্ট কমার সম্ভাবনা রয়েছে।’শ্রম মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় বোর্ড বা সিবিটি-তে কর্মী সদস্যদের প্রতিনিধিরা অবশ্য জানিয়েছেন, আগামী অর্থবর্ষেও প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.৬৫% থেকে না কমানোর জন্য ইপিএফও-কে চাপে রাখা হবে। তার পাশি, আগামী অর্থবর্ষে বাজার পরিস্থিতি যে যথেষ্ট কঠিন হতে চলেছে, সে কথাও স্বীকার করেছেন ওই প্রতিনিধিরা।এই বিষয়ে কোনও রকম প্রশ্ন এড়িয়ে গিয়েছেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের মুখপাত্র।