বাংলা নিউজ > বিষয় > Basis points
Basis points
সেরা খবর
সেরা ভিডিয়ো
ফের রেপো রেট কমালো শীর্ষ ব্যাঙ্ক। রেপো রেট অর্থাত্ যেই হারে ব্যাঙ্কগুলিকে ধার দেয় শীর্ষ ব্যাঙ্ক। ফলে রেপো রেট কমানোয় আরবিআই আশা করছে ঋণের ওপর সুদের হার কমাবে ব্যাঙ্কগুলি। ফলে ঋণ নিতে আকর্ষিত বোধ ক✅রবেন আম আদমি। কিন্তু এই মহামারীর বাজারে এত সহজে চাহি💯দা বাড়বে না বলেই মনে করছে বাজার। তাই এদিন সেনসেক্স পড়ল ২৬০ পয়েন্ট। পতন ব্যাঙ্ক ও ফিনান্সিয়াল স্টকেও।
এই নিয়ে বছরে দ্বিতীয়বার রেপো রেট কমালো আরবিআই। ০.৪০ শতাংশ কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। রিভার্স রেপোও ৩.৩৫ শতাংশ করা হয়েছে। চলতি বছরে জিডিপির কোনও বৃদ্ধি হবে না, বরং সংকুচিত হয়ে যাবে বলেই আশঙ্কা আরবিআই-এর আশঙ্কা। এছাডা়ও ব্যাঙ্ক ঋণের ওপর আরও🐎 তিন মাসের মোরেটোরিয়াম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। অর্থাত্ আপাতত তিন মাস ইএমআই না দিলেও চলবে যদি হাতে খুব কম টাকা-পয়সা থাকে।