অন্তত ২০০জন প্রাক্তন সাংসদকে এবার বাংলো ছেড়ে দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে। তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় হাউজিং ও আরবান অ্য়াফেয়ার্স মন্ত্রকের সূত্রে এই খবর সামনে এসেছে। পা🧸বলিক প্রেমিসেস( এভিকশন অফ আনঅথরাইজড অকুপান্টস অ্যাক্ট অনুসারে তাঁদের বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে। আইন অনুসারে এবার সেই প্রাক্তন এমপিদের তাঁদের বাংলো ছেড়ে দিতে হবে। এক মাসের মধ্য়ে তাঁদের সেই বাংলো ছেড়়ে দেওয়ার জন্য় বলাℱ হয়েছে।
সূত্র মারফৎ সংবাদ সংস্থা পিটিআই জানতে পেরেছে, এখনও পর্যন্ত ২০০ জন প্রাক্তন এমপির কাছে এই নোটিশ পাঠানো হয়েছে। এমপি পদ চﷺলে যাওয়ার পরেও তাঁরা বাংলো ছাড়♔েননি। এবার তাঁদের বলা হয়েছে বাংলো ছেড়ে দিন। এমনকী আরও যাঁরা প্রাক্তন এমপি রয়েছেন যাঁরা বাংলো ছাড়তে চাইছেন না তাঁদের বাংলো ছাড়ার জন্য় নোটিশ জারি করা হচ্ছে।
সূত্র মারফৎ জানা গিয়েছে, যদি দ্রুততার সঙ্গে তাঁরা বাংলো ছেড়ে না দেন তবে তাঁদের বাংলোতে আধিকারিকদেꦆর পাঠানো হবে। বাংলো ছেড়ে দেওয়ার জন্য তাঁদের 💛বার বার অনুরোধ করা হবে। তারপরেও যদি তারা তা মানতে না চান তবে জোর করে বাংলো খালি করা হতে পারে।
প্রসঙ্গত লোকসভা সচিবালয় এমপিদের থাকার ব্যবস্থা করে। তবে হাউজিং অ্যান্ড আর্বান অ্য়াফেয়ার্স মন্ত্রক কেন্দ্রীয় মন্ত্রীদের জন্য𝐆 বাংলোর ব্যবস্থা করে।
তবে এই বাংলো খালি করার জন🦩্য প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন এমপিদের অনুরোধ করা হবে। তারপরেও তারা যদি মানতে না চান তবে তাঁদের সেই বাংলো জোর করে খালি করা হবে।
তবে সূত্রের খবর, কো🌠নও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এই অতিরিক্ত থাকার জন্য এই ধরনের কোনও নোটিশ জারি করা হয়নি। এখনও পর্যন্ত স্মৃতি ইরানি সহ অন্তত চারজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাংলো খালি করে দিয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দ্রুত তাঁর বাংলো খ🍒ালি করে দিয়েছিলেন।