জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভাষণের সময় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেল। একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন, সেইসময় তাঁর কাছে পাইপের মতো একটি বস্তু ছোড়া হয়। জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে টেলিভিশনের প্রতিবেদন উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, জোরালো বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। তবে🌠 সুরক্ষিত আছেন প্রধানম𝔉ন্ত্রী। ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে টেলিভিশনের তথ্যের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, শনিবার ওয়াকাহামায় একটি মৎস্য বন্দরে সফরের সময় কিশিদা ভাষণ শু🙈রু করার পরই সেই ঘটনা ঘ🍬টেছে। এনএইচকে টেলিভিশনের ফুটেজে দেখা গিয়েছে যে বিস্ফোরণের শব্দের পরই আতঙ্কে মানুষজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তারইমধ্যে এক ব্যক্তিকে ধরে মাটিতে ফেলে দেন পুলিশ আধিকারিকরা। সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।
তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত জাপান সরকার বা পুলিশের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। সেই পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি করা হচ্ছে। তারইমধ্যে এনএইচকে টেলিভিশনের প্রতিবেদন উদ্ধৃত করে সংবাদসংস্থা এপি জানিয়েছে, সেই ঘটনায় কোনও হ🅘তাহতের খবর মেলেনি। আবার কিয়েডো সংবাদসংস্থার প্রতিবেদনকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, স্মোকবম্ব ছোড়া হয়েছিল। আপাতত কোনও হতাহতের খবর মেলেনি।
ফিরিয়ে আনল আবের স্মৃতি
শনিবারের ঘটনার পর প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের স্মৃতি ফিরে এসেছে জাপানে। নয় মাস আগে প্রচারের সময় কিশিদার পূর্বসূরি আবেকে হত্যা করা হয়েছিল। ২০২২ সালের জুলাইয়ের সেই ঘটনার পর জাপꦕানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারইমধ্যে শনিবারের ঘটনায় উদ্বেগ বেড়েছে। বিশেষত এখন জাপানে জি৭ গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে। আগামী মাসে হিরোশিমায় বৈঠকও আছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )