দিনকয়েক আগেই ইস্তফা দিয়েছিলেন অশোক লাভাসা। তাঁর পরিবর্তে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিব রাজীব কুমার। কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ অগস্ট নিজের দায়িত্ব ছাড়বেন লাভাসা। তারপর দায়িত্ব নেবেন প্রাক্তন অর্থসচিব। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এবং নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের দলে যোগ দেবেন তিনি।১৯৮৪ সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার রাজীব। বি,এসসি, এলএলবি ডিগ্রির পাশাপাশি তাঁর স্নাতকোত্তর ডিগ্রিও আছে। প্রশাসনিক ক্ষেত্রে রয়েছে প্রায় তিন দশকের কাজের অভিজ্ঞতা। গত বছর জুলাইয়ে অর্থসচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন। চলতি বছর ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল তাঁর মেয়াদ। প্রধানমন্ত্রী জনধন যোজনা, মুদ্রা লোন প্রকল্প-সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক পরিকল্পনায় জড়িত ছিলেন রাজীব। আধিকারিকরা জানিয়েছেন, ১০ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিশিয়ে চারটি করার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রাক্তন অর্থসচিব। যিনি ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসসেরও সচিব ছিলেন। অবসরের পর এপ্রিলে ‘পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশন বোর্ড’-এর চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি।