ম💜স্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁকে ভেন্টিলেꦑশনে রাখা হয়েছে।
রবিবার রাতে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান বছর চুরাশির প্রাক্তন রাষ্ট্রপতি। এর পরে তাঁর ডান হাত তুলতে অসুবিধা হচ্ছিল বলে চিকিৎসকের পরামর্শে সোমবার সেনাবাহিনীর 🌸আর অ্যান্ড আর হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
হাসপাতালে রুটিন পরীক্ষায় তাঁর দেহে কোভিড সংক্রমণ ধরা পড়ে, যদিও কোনও উপসর্গ ছিল না। সেই খবর নিজেই টুইট করে এ দিন সকালে জানান প্রণববাবু।&nb♑sp;
এ দিন তাঁর মাথায় অস্ত্রোপচার সফল হয়েছে ব♔লে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। আপাতত তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আগামী ৯৬ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
এ দিন প্রণববাবুর শারীরিক পরিস্থিতি সম্পর্কে তাঁর কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা ব🦄লেন রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ। প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি কোভিন্দ-সহ দেশের শীর্ষ স্থানীয় নেতারা।
প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যﷺায়।
এ ছাড়া কংগ্রেস নেতা ✅রাহুল গান্ধী, রেলমন্ত্রী পীযূষ গোয়েল-সহ দল🦩মত নির্বিশেষে রাজনীতিকরা প্রণববাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন। অসুস্থ নেতাকে দেখতে এ দিন হাসপাতালে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
উল্লেখ্য, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী থাকার সময় থেকেই সেনাবাহ♓িনীর এই হাসপাতাল পছন্দ প্রণববাবু𝕴র। ২০১৪ সালে এখানেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি অস্ত্রোপচার হয়। এর পরে ২০১৭ সালে স্বাস্থ্য ও বয়সজনিত কারণে তিনি রাষ্ট্রপতি নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান।
এ দিন প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।&n❀bsp;
প্রণববাবুর ছেলে তথা কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ𒊎্যায়ও তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীকে প্রার্থনা ক🌳রার জন্য আবেদন জানিয়ে টুইট করেন।
টুꦡইটারে বর্ষীয়ান নেতার আরোগ্য কামনা করে টুইট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অ🅺শোক গেহলট।
২০১৯ সালে প্রণব মুখোপাধ্য🌜ায়কে সর্ব💝োচ্চ অসামরিক ভারত রত্ন সম্মানে ভূষিত করে ভারত সরকার।