ঠিক পাঁচ দশক পর। ফরওয়ার্ড ব্লকের পতাকায় বদল ঘটল। এবার পতাকায় বাঘ লাফালেও থাকবে না কাস্তে–হাতুড়ি। ভুবনেশ্বরে ফরওয়ার্ড ব্লকের জাতীয় পরিষদের বৈঠক শেষে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। আর তাতেই বদলে গিয়েছে পতাকা। কেরলের কান্নুরে যখন সিপিআইএমের পার্টি কংগ্রেস চলছে তখন এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় সেটব্যাক বড় শরিকের কাছে।কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? ফরওয়ার্ড ব্লক সূত্রে খবর, আগের ধ্যান–ধারণায় পার্টি আর চলবে না। এখন নতুন প্রজন্মকে কাছে টানতে হবে। তাই পতাকায় কাস্তে–হাতুড়ি থাকলে সেটা হচ্ছে না। নেতাজিকে সামনে রেখেই দল এগোবে বলে সিদ্ধান্ত নিয়েছে। পাঁচের দশকে পুরীর পার্টি কংগ্রেসে পতাকা চূড়ান্ত করেছিলেন তৎকালীন ফব নেতৃত্ব। এখন দিনকাল পাল্টেছে, তবে যুবসমাজের কাছে আজও নেতাজি সুভাষচন্দ্র বসু আদর্শ। তাই সেই পথেই হাঁটা হবে। ঠিক কী বলেছেন দলের রাজ্য সম্পাদক? কেন এমন সিদ্ধান্ত? এই প্রশ্নের উত্তরে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘জাতীয় কাউন্সিলের বৈঠক থেকে আমরা সুভাষচন্দ্র বসুর মতবাদ অনুসরণে পথ চলার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমাদের পতাকা থেকে কাস্তে–হাতুড়ি চিহ্নটি বাদ যাচ্ছে।’ সুতরাং এককভাবে এবার থেকে চলবে ফরওয়ার্ড ব্লক।এখন প্রশ্ন উঠছে, তাহলে কী বামফ্রন্ট থেকে সরে যাবে নেতাজির দল? এই বিষয়ে জাতীয় পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বামফ্রন্ট থেকে সরে আসবে না ফরওয়ার্ড ব্লক। তবে লেজুড় হয়েও থাকবে না তারা। এই নীচি নিয়েই চলবে ফরওয়ার্ড ব্লক। এখানে সিদ্ধান্ত হয়েছে, দলের কোনও সাধারণ সম্পাদক নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এমনকী সাধারণ সম্পাদকরা তিনবারের বেশি পদে থাকতে পারবেন না। সর্বস্তরের কমিটিতে থাকতে সর্বোচ্চ বয়সসীমা ধার্য হয়েছে ৭৫। পাঁচ বছর অন্তর দলীয় সম্মেলন করে ১০ শতাংশ নেতাকে বাদ দিয়ে নতুনদের সুযোগ দেওয়াও বাধ্যতামূলক হয়েছে।