France Knife attack: ফ্রান্সে ছুরি নিয়ে হামলা আততায়ীর, মৃত ১, ম্যাক্রোঁ বললেন, 'ইসলামি সন্ত্রাস'
1 মিনিটে পড়ুন Updated: 23 Feb 2025, 12:24 AM ISTফ্রান্সে ছুরি নিয়ে হামলা আততায়ীর।
ফ্রান্সে ছুরি নিয়ে হামলা আততায়ীর।
ফ্রান্সের রাস্তায় ছুরি নিয়ে ভয়াবহ হামলা। ঘটনার জেরে ১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অনেকেই আহত। রাস্তায় এ༺ক জমায়েতের মধ্যে এমন কাণ্ড ঘটে যায় বলে জানা যাচ্ছে। বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, যে ব্যক্তি হামলা করেছে, তার কণ্ঠে ধর্মীয় স্লোগান শোনা গিয়েছে। এদিকে, ঘটনার পরই এই হামলাকে ‘ইসলামি সন্ত্রাস’ বলে বর্ণনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন🦩্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সন্দেহভাজন গ্রেফতার হয়েছে বলে খবর।
শনিবার ফ্রান্সের মলহাউসের কাছে এক জমায়েতে এই ঘটনা ঘটে যায়। এমনই তথ্য জানিয়েছেন স্থানীয় প্রসিꦫকিউটার। ঘটনায় ভয়াবহভাবে আহত হয়েছেন দুই পুরসভার পুলিশ অফিসার। আরও ২ জন পুলিশ অফিসারের চোট লেগেছে বলে খবর। বহু মিডিয়া রিপোর্টের দাবি, আক্রমণকারী ব্যক্তির ছুরিতেও ধর্মীয় কোনও লেখা ছিল। তাঁর কণ্ঠেও ছিল ধর্মীয় স্লোগান। ফ্রান্সের স্থানীয় সময় বিকেল ৪ টে নাগাদ ঘটনাটি ঘটে। এএফএপির রিপোর্ট বলছে, মনে করা হচ্ছে, এই ঘটনা কোনও সন্ত্রাসী ঘটনা হতে পারে। যদিও তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। স্থানীয় প্রসিকিউটর নিকোলাস হেইটজের মতে, এই হামলাটি ৩৭ বছর বয়সী একজন ব্যক্তি 🌼করেছিলেন, যিনি সন্ত্রাস প্রতিরোধের ওয়াচলিস্টে রয়েছেন।
ফ্রান্সের মলহাউসের কাছে পুলিশকেই 🍌আক্রমণ করতে গিয়েছিল ওই ব্যক্তি বলে খবর। তখনই রাস্তা চলতি এক ব্যক্তি এসে তাকে সরাতে যান। তখনই এই রাস্তা চলতি ব্যক্তি আক্রমণের শিকার হন বলে খবর। এদিকে, ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্🌜যাক্রোঁ। তিনি বলেন,' এটা নিঃসন্দেহে ইসলামি সন্ত্রাসের ঘটনা।'
(বিস্তারিত আসছে)