গত দুই দিন পতনের পরে বৃহস্পতিবার ভার🧜তের বাজারে সোনার দাম কিছুটা উঠল। এ দিন এমসিএক্স সূচকে ০.২% উত্থানের⛦ জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৭,৯৪৭ টাকা। গত দুই দিনে ১০ গ্রাম সোনার হিসাবে ১,৮০০ টাকা কমে সোনার দর।
পাশাপাশি, এ দিন সূচকে ১.৫% উত্থানের জেরে প্রতি এক কেজি রুপোর দাম যাচ্ছে ৬৮,৫৭৭ টাকা। গত দিন কেজিপ্রতি ৮%🌳 অর্থাৎ ৬,০০🌌০ টাকা কমে রুপোর দাম।
সোমবার ঘোষিত কেন্দ্রীয় বাজেট꧑ে সোনা ও রু𒈔পোর উপর শুল্কের হার ১২.৮৮% থেকে কমিয়ে ১০.৭৫% করে কেন্দ্রীয় সরকার।
অপরিশোধিত সোনার দামের উপরে শুল্ক ১২.২১% থেকে কমিয়ে করা হয়েছে ১০.০৯% এবং অপরিশোধিত রুপোর দামের উপরে শ🌜ুল্ক ১১.৩৩% থেকে কমিয়ে ৯.২১% করা হয়।
এ দিন এশিয়ার শেয়ারবাজারগুলির দরও চড়ার দিকে যাচ্ছে। পাশাপাশি, আমেরিক🌱ার নব🍃নিযুক্ত প্রেসিডেন্টজো বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের কোভিড অতিমারী ত্রান বিল বিতর্ক গতি পেয়েছে রিপাবলিকানদের সমর্থন ছাড়াই সেনেটে ডেমোক্র্যাটরা মার্কিন অর্থনৈতিক সংস্কার বিল পেশ করায়। সেনেটে রিপাবলিকানদের ৫০-৪৯ ভোটে পরাজিত করে ডেমোক্র্যাটরা।