লাগাতার তিন দিন ধরে ভারতের বাজারে পড়েই চলেছে সোনার দাম। দর বাড়ার বিশেষ কোনও লক্ষণ দেখা যায়নি এই তিন দিনে। মঙ্গলবার সকালে এমসিএক্স সূচকে পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৭,১৩৭ টাকা। সোমবার আশা সঞ্চার করার পরে এ দিন নেমেছে রুপোর বাজারদরও। এমসিএক্স সূচকে ০.২১% পতনের ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৫০,৫০৫ টাকা। আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দামে সামান্য পতন দেখা দিয়েছে। এর পিছনে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা কাজ করছে বলে মনে করা হচ্ছে। তবে সোনার দামে পতনের কারণ হিসেবে আমেরিকা-চিন কূটনৈতির সম্পর্কের অবনতি ও আমেরিকায় সাম্প্রতিক বিক্ষোভকেই কাঠগড়ায় তুলছেন বাজার বিশেষজ্ঞরা।এ দিন স্পট গোল্ড সূচকে ০.১% পতনের ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৩৮.১২ ডলার। পাশাপাশি, রুপোর দর ০.৫% পড়ায় প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ১৮.১৭ ডলার।সংকটকালে সোনায় বিনিয়োগের প্রবণতা বাড়ার প্রতিফলন দেখা গিয়েছে বিশ্বের বৃহত্তম স্বর্ণ-ভিত্তিক এক্সচেঞ্জ ব্যবসায়িক ফান্ড বা এটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টে। সোমবার ট্রাস্টে জমা সোনার পরিমাণ ০.৫% বৃদ্ধিতে মোট মজুত পরিমান সোনা দাঁড়িয়েছে ১,১২৮.৪০ টনে।