সোনার দামে ক্রমাগত পতনের জের বহাল থাকল বুধবারও। এই নিয়ে পর পর চার দিন ধরে কমে চলেছে সোনার বাজারদর।এ দিন এমসিএক্স সূচকে ০.২০% পতনের ফলে সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৬,৪৭০ টাকা। একই সঙ্গে ওই সূচকে ০.৫১% পড়েছে রুপোর দর, যার ফলে এ দিন বাজারে রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৮,৮৩০ টাকা দামে। গত দিন রুপোর দাম কেজিতে ১,৫০০ টাকা পড়েছিল। ডলারের তুলনায় টাকার দামে তুলনামূলক উত্থানের জেরে ঘরোয়া বাজারে সোনার দামের উপর চাপ সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। ভারতে সোনার মূল্যের মধ্যে ধরা থাকে ১২.৫% আমদানি শুল্ক এবং ৩% জিএসটি।বিশ্ব অর্থনীতি চাঙ্গা হওয়ার আশায় থাকা শেয়ারবাজারের ঢিমে চালের সঙ্গে সঙ্গতি রেখেই এ দিন আন্তর্জাতিক ক্ষেত্রেও সোনার দামে পতন অব্যাহত রয়েছে। স্পট গোল্ড সূচকে ০.২% দর পড়ার জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭২২.৯৩ ডলার। রুপোও ০.৬% পতনের ফলে প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১৭.৯৮ ডলারে। আমেরিকা ও চিনের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের অবনতিতে অস্থিরতা তৈরি হলেও লকডাউন কাটিয়ে একাধিক দেশে অর্থনীতি চাঙ্গা করার প্রক্রিয়া শুরু হওয়ায় কিছুটা দোলাচলে রয়েছে বাজার, মনে করছে কোটাক সিকিউরিটিস সংস্থা। তবে এই পরিস্থিতিতেও নিরাপত্তার কারণে সোনায় বিনিয়োগের হার নিস্তেজ হয়নি। বিশ্বের বৃহত্তম স্বর্ণ ভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড SPDR Gold Trust-এর মজুতে ০.১% বৃদ্ধি দেখা গিয়েছে এ দিন, যার ফলে মঙ্গলবার ট্রাস্টের মোট মজুত সোনার পরিমাণ দাঁড়িয়েছে ১,১২৯.২৮ টন। এ দিকে দীর্ঘ দিন বন্ধ থাকার পরে সোমবার থেকে খুলে গিয়েছে দিল্লির স্পট গোল্ড বাজারগুলি।