বুধবার কিছুটা ঘুরে দাঁড়াল সোনা। মঙ্গলবার বিশ্ব বাজারে ছ'মাসের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল হলুদ ধাতু। সেখান থেকে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৪ শ꧒তাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,৭৭০.৭১ ডলার। যা মঙ্গলবার ২.৩ শতাংশ কমে ১.৭৬৭.৫৩ ডলারে ঠেকেছিল। অর্থাৎ গত বছরের ডিসেম্বরের পর সবথেকে সস্তা হয়ে গিয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ সুদের হার এব💙ং বন্ড ইয়েল্ডের প্রভাব পড়েছে সোনার বাজারে। ব্রোকারেজ সংস্থা জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসের তরফে জানানা হয়েছে, সাপ্তাহিক ভিত্তিতে হলুদ ধাতুর দুর্বলতা চলতে থাকবে। তবে একবার এক আউন্স সোনার দাম ১,৮১৫ ডলারের গণ্ডি পেরিয়ে গেলে নেতিবাচক প্রভাব কেটে যাবে এব🌄ং দাম বৃদ্ধি পাবে।
(ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম📖 কত থাকছে? রোজ দেখুন এখানে)
বুধবার (৬ জুলাই, ২০২২) কলকাতার বাজার খোলার সময় সোনা এবং রুপোর দাম (জিএসটি ছাড়া) কত থাকল, তা দেখে নিন -
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫২,৯০০ টাকা।
• ২২ ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৫০,২০০ টাকা।
• ২২ ক্যারাট, হলমার্🥀ক সোনার গয়না (১০ গ্রাম)- ৫০,৯৫০𝔉 টাকা।
• এক কিলোগ্রাম রুপোর বাট - ৫৮,৬৫০ টাকা।
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৫৮,৭৫০ টাকা।