গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (GWR) নয়া সংযোজন। মাঝ আকাশꦅে ভাসমান দুটি হট এয়ার বেলুনের মধ্যে একটি দড়ি বাঁধা। তার উপর দিয়েই হেঁটে গেলেন রাফায়েল জুগনো ব্রিদি নামে এক ব্যক্তি। তাঁর পায়ের তলায় তখন শুধুই মেঘের রাজ্য।
'সর্বোচ্চ স্ল্যাকলাইন ওয়াক - রাফায়েল জুগনো ব্রিডি ১,৯০১ মিটার (৬,২৩৬ ফুট),' ভিডিয়োর ক্যাপশনে লিখেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ক্লিপটিতে দেখা যাচ্ছে, ওই🍸 ব্যক্তি খুব সাবধানে একটি হট এয়ার বেলুন থেকে অন্যটিতে পৌঁছানোর চেষ্টা করছেন।
শেষমেশ সফলভাবে তিনি এক বেলুন থেকে অপর বেলুনে চলে যান। আর তার ফলেই নয়া বিশ্বরেকর্ড স্থাপন করেন তিনি। আরও পড়ুন: Smartphones under 8,000: সস্তায় সেরা ৩টি স্মার্টফোন꧒, না দেখলে পস্তাবেন
ব্রাজিলের সান্তা ক্যাটারিনায় প্রিয়া গ⛎্র্যান্ডের উপর দিয়ে এই অসাধ্য সাধন করেন তিনি।
১,৯০১ মিটার মানে ঠিক কতটা উঁচু?
তুলনাস্বরূপ বলা যেতে পারে, বিশ্বের উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফার দ্বিগুণ উচ্চতা এটি।
‘ভাসমান অবস্থায় একট🌠া স্বাধী🌼নতার অনুভূতি পাওয়া যায়। সেটাই আমার কাছে এই কাজের জন্য বৃহত্তম অনুপ্রেরণা,' জানান রাফায়েল জুগনো ব্রিদি।
ভিডিয়োটি দু'দিন আগ⛎েই পোস্ট করা হয়েছে। শেয়ার করার পর থেকে, ক্লিপটিতে ৭৪ হাজারেরও বেশি লাইক পড়েছে।